আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিদায় সংবর্ধণা

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে কর্মজীবনের অবসর নিলেন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দুই প্রবীণ শিক্ষক। গত শনিবার দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবর্ধণা অনুষ্ঠানের মাধ্যমে স্বীয় কর্মস্থল থেকে অবসর নেন শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দেবনাথ ও নারায়ন চন্দ্র ধর (লক্ষণ)। এসময় তাদের হাতে সম্মাননাপত্র ও উপহার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য বিজয় কান্তি ভট্টাচার্য (পুষ্প), প্রাথমিক শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক জানকী মোহন দেব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাথমিক শাখার শিক্ষক রণজিত রায় রণ, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, ম্যানেজিং কমিটির সদস্য রোকশানা আক্তার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, মনসুর ইকবাল, বেণুধর ভট্টাচার্য, প্রদীপ্ত নন্দী, আব্দুর রহমান প্রমুখ। উল্লেখ্য শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দেবনাথ ও নারায়ন চন্দ্র ধর শৈশবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শেষে একসময় দু’জনেই এই বিদ্যালয়ে শিক্ষকপদে চাকুরি নেন এবং টানা ৪২ বছর শিক্ষকতা পেশায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.