আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলে স্বামী বিবেকানন্দের ১৪৯তম জন্মতিথি উত্সব পালিত

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

গতকাল শুক্রবার শ্রীমঙ্গলে স্বামী বিবেকানন্দের ১৪৯তম জন্মতিথি উত্সব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজস করা হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ শ্রীমঙ্গল শাখার আয়োজনে এসব কর্মসূচীর মধ্যে রয়েছে বেদমন্ত্র পাঠ, মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন, দেশ-জাতি ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা, আলোচনাসভা, স্বেচ্ছায় রক্তদাতার নাম নিবন্ধন কর্মসূচী, শীতাতৃদের মধ্যে বস্ত্র বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সকাল ১১ টায় স্বেচ্ছায় রক্তদাতার নাম নিবন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হরিপদ রায়।

এছাড়া দুপুর সাড়ে ১২ টায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনু ভৌমিক, শ্রীমঙ্গল শাখার পৃষ্ঠপোষক অরুন চৌধুরী, শ্রীসঙ্গল রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি গোপাল দেব চৌধুরী, বি.শি.স.প. শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, দ্বীপেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদয্াপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি স্বপন রায় প্রমুখ। শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধণা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম.এ. শহীদ। এসময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ প্রমুখ। পরে বিবেকানন্দন শিক্ষা ও সংস্কৃতি পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে পরিবেশিত হয় নাটক মহাকবি কালীদাস।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.