আমাদের কথা খুঁজে নিন

   

রোকেয়া প্রাচী কি জামাতে যোগ দিল?

নতুন ব্লগার হিসাবে আছি.......
ইমরান এইচ কে প্রত্যাখ্যান করেছেন রোকেয়া প্রাচী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত পাঁচ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া শাহবাগ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। গণজাগরণ মঞ্চে নিয়মিতই তিনি উপস্থিতি ছিলেন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার অভিনেত্রী ও সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী ব্যক্তিকেন্দ্রিক আন্দোলনের জন্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্ব প্রত্যাখান করে তিনি বলেছেন, আমি কোন ব্যক্তিকেন্দ্রিক-ব্লগারদের আন্দোলনের সাথে নেই। শনিবার তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। গণজাগরণ মঞ্চকে অনেকে ব্যক্তিগত সম্পত্তি মনে করেন উল্লেখ করে এ অভিনেত্রী আরো বলেন, মঞ্চের চলমান আন্দোলনের কর্মকৌশলের সাথে আমার মতবিরোধ রয়েছে।

তাই এর নেতৃত্বকে প্রত্যাখান করছি। তবে রোকেয়া প্রাচী এ আন্দোলনের সাথে থাকার কথা উল্লেখ করে বলেন, আমি মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আছি এবং থাকব। অভিনেত্রেী রোকেয়া প্রাচী বলেন, এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। কিন্তু অনেকে শুধু শাহাবাগকেন্দ্রিক আন্দোলন করতে চান, যা গ্রহণযোগ্য নয়। এটা তরুণদের আন্দোলন।

কোন স্থানের নির্দিষ্ট আন্দোলন নয়। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণরা একত্রিত হয়েছিলেন। তাদের সেই একতা অনেকের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও আরো কিছু ক্ষোভের কারণে বর্তমান নেতৃত্বকে প্রত্যাখান করেছি। তিনি আরো বলেন, ইমরান এইচ সরকার যেভাবে আন্দোলন পরিচালনা করছেন এ প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ্য পূরণ কঠিন হয়ে যাচ্ছে।

ফলে ইমরান এইচ সরকারের আন্দোলন থেকে আমি সরে দাঁড়িয়েছি। প্রাচী বলেন, তবে শুরু থেকেই এ আন্দোলনে যেমন ছিলাম সামনের দিনগুলোতেও থাকবো। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আমাদের কোন বিভক্তি নেই। আমি আন্দোলন করি মানুষের জন্য, মানুষের জাগরণের সাথে সব সময়ই থাকবো। হঠাৎ করে রোকেয়া প্রাচীর এমন বক্তব্য গণজাগরণ মঞ্চে বিভক্তি তৈরি করবে কিনা জানতে চাইলে রোকেয়া প্রাচী বলেন, আমি শুরু থেকেই এ আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি দেশের অন্যসব সাধারণ মানুষের মতোই।

তরুণ প্রজন্মের জাগরণের ডাকে সাড়া দিতেই এ আন্দোলনে এসেছি। তারুণ্যের এ আন্দোলনের সাথে আমার কোন বিরোধ নেই। আমি ডা. ইমরান এর আন্দোলনের কৌশল থেকে সরে দাঁড়িয়েছি। তিনি বলেন, দেশের যেখানেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন হবে সেখানেই আমি যাব। তবে কোন স্থানে আটকা থাকতে চাই না।

শাহবাগকেন্দ্রিক আন্দোলন করলে হবে না। আন্দোলন করতে হবে দেশব্যাপী। প্রাচী বলেন, আমি মনে করি না এ আন্দোলন শুধুমাত্র ইমরান এইচ সরকারের সাথে থেকেই করতে হবে। আমার অবস্থান থেকে যুদ্ধাপরাধদের বিচার এবং জামায়াতও হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন আমি করে যাবো। আমি জামায়াতকে নিষিদ্ধ করার জন্য মুক্তিকামী মানুষের হয়ে কাজ করছি।

জাগরণের সাথে কাজ করেছি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনার সাথে রাজপথের আন্দোলনেই আছি, থাকবো। আমার পক্ষ একটাই মুক্তিযুদ্ধের পক্ষ। উল্লেখ, ডা. ইমরান এইচ সরকার রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সূত্র আমাদের সময়
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.