আমাদের কথা খুঁজে নিন

   

রোকেয়া বিশ্ববিদ্যালয় খুলছে ১৪ মে

উপাচার্যের (তৎকালীন) অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে।
সিণ্ডিকেটের সভাপতি উপাচার্য অধ্যাপক এ কে এম নূর উন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেশনজট কমাতেই বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হচ্ছে।”
চার বছর বয়সি এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কারণে বন্ধ থাকায় যে সেশনজট সৃষ্টি হয়েছে, তা কমিয়ে আনারও ওপরও জোর দিয়েছে সিন্ডিকেট।
‘দুর্নীতি ও অনিয়মের’ জন্য উপাচার্য আব্দুল জলিল মিয়ার অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের গত ২০ এপ্রিল লাঠিপেটা করে পুলিশ।
এরপর বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে উপাচার্য জলিলকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন্স সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ কে এম নূর উন নবীকে উপাচার্য নিয়োগ দেন রাষ্ট্রপতি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.