আমাদের কথা খুঁজে নিন

   

এদের আটকে রাখার দায়ে আটক দুজন জামিন পেয়েছ, এেদররে কিরুদ্ধে মামলা নাকি হয়ে জামিন যোগ্য

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

গত কালই সংবাদ বেরিয়েছে এই লোকগুলোকে যারা আটকে রাখার অপরাধে আটক এবং ধৃত তারা দুইজন জামিন পেয়েছে। আদালতের সূত্র দিয়ে সংবাদটিতে বলা হয়েছে মামলাটি ছিলো জামিনযোগ্য অপরাধ।

তাই পুলিশ আটক দুইজনকে রিমান্ডের জন্য আবেদন করলে আদালত উল্টো তাদের জামিন দিয়ে দেয়। আদালতের রায়ের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। বলা হচ্ছে-তাদের যারা এতো বড় অপরাধ হওয়ার পরও কেনো তাদের জামিনযোগ্য মামলা দাযের করলো? না, মানুষকে বেঁধে রেখে কাজ করানো একটি লঘু অপরাধ? শ্রম আইনে তো এখানে বেশ উল্লেখ্য আছে। রাজনীতির কোন কিছুই হলে তো খুব শক্ত করে ধরা হয়। ধরা হয় মালিক আর ধনীক শ্রেণীর কোন বিষয় হলে।

শ্রমিক বলে কি সেই ম্যানেজার আর মালিকরা পার পেয়ে যাবে? যদিও আটক ম্যানেজার ও নাইট গার্ডের মধ্যে গার্ড জবরদস্তি করে আটকে রাখা শ্রমিকের মতই কিন্তু মালিককে বের করার জন্য তো আরো কিছু তথ্য আসতো। এই সব লোকগুলোকে আটকে রাখার পর দিন চারদিকে হৈচৈ পড়ে গিয়েছিলো। তারপর ফসকা গেরোতে যা সাধারণ যা হয় তাহলো। তাহলে এই দেশটা কি বড়ো লোক, ক্ষমতাবান, চোর-ডাকাত আর লুটেরাদের? অবস্থা এমন কি যে বড়ো লোক,ক্ষমতাবান আর সবলরা আধুনিক যুগে প্রবেশ করেছে আর শ্রমজীবি মানুষগুলো এখনো আদিম যুগে থেকে গেছে? কিভাবছেন উন্নয়ন কর্মীরা? কিভাবছেস সুশিল সমাজের মান্যবররা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.