আমাদের কথা খুঁজে নিন

   

এরা এদের মহান পেশাকে ঘৃণ্যতম পর্য্যায়ে নামিয়ে এসেছে, এদের আর বাড়তে দেওয়া যায় না।



দেশে অসংখ্য ক্লিনিক ব্যাঙের ছাতার মত রাতারাতি গজিয়ে উঠেছে এবং উঠছে। এই সমস্ত ক্লিনিক হচ্ছে রোগীর রক্ত চোষার কারখানা। সরকারী হাসপাতালের ডাক্তাররা নিজেদের কর্তব্যকে চরমভাবে অবহেলা করে এ সকল ক্লিনিকের মাধ্যমে রাতারাতি কোটিপতি হচ্ছেন। সরকারী হাসপাতালে ডাক্তার ও নার্সদের ব্যবহার শ্বাপদকেও হার মানায়। এদেরকে কঠোর হাতে শায়েস্তা করতে না পারলে সমাজটা শূয়রের আখড়ায় পরিণত হবে।

যে সমস্ত ডাক্তার সরকারী চাকুরীর পাশাপাশি দায়ীত্ব-চলাকালীন সময়ে ক্লিনিকের সাথে যুক্ত আছেন তাদের সনদ অবশ্যই বাতিল করতে হবে। মাঝে মাঝে যে সরকারী হাসপাতালের ডাক্তারগুলো গণপ্যাঁদানি খায়, তা কিন্তু অমনি অমনি নয়। আর সরকারী হাসপাতালের নার্সগুলো ? ঐগুলোও এক একটা হারামির বাদশা (বেগম)। ঐগুলো প্রায়শঃই কর্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালের আনাচে কানাচে খোশগল্পে বিভোর থাকে। কিছু বলতে পেলেই পাগলা কুকুরীর মত তেড়ে আসে।

এদেরও সনদ বাতিল করে বাড়িতে পাঠিয়ে দেবার ব্যবস্থা অবিলম্বে নেওয়া উচিত। সরকারী হাসপাতালগুলোর সব ডাক্তার বা নার্সই যে একই প্রকৃতির, তা নয়। তবে দুষ্টদের সংখ্যা এতই বেশী যে, এদের প্রতাপে ভাল ডাক্তার ও নার্সরা প্রায়শঃই অসহায়। এ । বস্থা আর চলতে দেওয়া যায় না।

সরকারের পক্ষে যদি সম্ভব না হয়, তাহলে সরকার জনগণকে সাথে নিতে পারে। জনতার রামধোলাই খেলে ঐ দস্যুগুলো একদিনেই সোজা হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.