আমাদের কথা খুঁজে নিন

   

এদের কী দোষ....

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে...সময় আমার কাটেনা....

আমি নিজেকে সমাজ সচেতন মানুষ বলে দাবি করব না...তাহলে হয়ত মিথ্যাচার হবে...কিন্তু তার পরও এই দেশটার জন্য খুব কষ্ট হয়... আমরা সবাই আমাদের নিজেদের কষ্টটাই সবার আগে দেখি.. আমি আছি আমার রেজাল্ট বের হচ্ছে না তার আফসোসে.. কেউ কেউ আছে যারা এই দেশটাকে ঠিক করার জন্য মাঠে নেমে পড়েছে...আবার কেউ আবার দেশ রক্ষা করার নামে দেশের সব মানুষকে পিটিয়ে ভাল লাইনে আনার জন্য দৃঢ় প্রতিগ্গ... কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা এসব মহৎ মহৎ কাজের তুলনায় অনেক তুচ্ছ বিষয় নিয়ে চিন্তিত... যেসব রিকশাওয়ালারা দিনের খাবার দিনে এনে খায়..তাদের কালকের দিনটা কেমন গেছে বলতে পারেন? রাজশাহীতে যে রিকশাওয়ালা মারা গেছে পুলিশের গুলিতে..তার পরিবারের কী হবে?সে হয়ত তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য...তার লাশ নিয়ে হল মিছিল...তার মৃত্যুকে এতবড় ইস্যু বানিয়ে দেয়া হল... এইসব খেটে খাওয়া মানুষের কী দোষ...? যে শিশু আজকে জন্ম নিল টার জন্য আমরা কী ভবিষ্যত তৈরী করছি তা কে জানে...!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.