আমাদের কথা খুঁজে নিন

   

রাডার ফাঁকি দিতে সক্ষম চায়নিজ ফাইটার জেট "J-20"

We must not exist, our existance is the most impossible thing.
এক যুগ আগে থেকেই শুনা যাচ্ছিল চাইনিজরা আমেরিকান এফ-২২ বিমানের সাথে পাল্লা দিতে পারে এমন বিমান তৈরী করার চেষ্টা করতেছে। ১৯৯৭ সালে মার্কিন নেভির ইন্টেলিজেন্স এই খবর দিছিল। ২০০৫ সালে আমেরিকার এক স্টিলথ ফাইটার ডিজাইন ইন্জিনিয়াররে গ্রেফতারও করা হয় প্রযুক্তি পাচারের অভিযোগে। হে নাকি বি-২ বিমানের প্রপালশন সিসটেম আর স্টিলথ ডিজাইন ফিচার চাইনিজ ব্যাটাদের কাছে বিক্রি করছে। ২০০৮ এ জানা গেছিল চায়না নাকি একটা হেভিওয়েট স্টিলথ বিমান তৈরী করতেছে অনেক দিন থেইকা। নেট-এ এই নিয়া চাইনিজ আমেরিকান তর্ক বিতর্ক চলতেছিল অনেক দিন ধইরাই। আমেরিকানরা বিভিন্ন ফোরামে চাইনিজদেরকে পচাঁইতেছিল সমানে। কিন্তু J-20 বোমাটা ফাটার পরে হিসাবের খাতায় নতুন যোগ-বিয়োগ আরম্ভ হইয়া গেছে। এমনিতেই এয়ারক্র্যাফট ক্যারিয়ার কিলার মিসাইল বানাইয়া চাইনিজ ব্যাটারা মার্কিন এডমিরালদের সাদা-চুল মাথায় টাক ফালায় দিতেছে, এর মইধ্যে জে-২০ আবার কোন আপদ । উইকি লিংক দেখেন: http://en.wikipedia.org/wiki/Chengdu_J-20
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।