আমাদের কথা খুঁজে নিন

   

রাডার বলছে 'বিমান ফিরে আসবে'

রাডারের সঙ্কেত দেখে প্রায় ৩৬ ঘণ্টা নিখোঁজ থাকা মালয়েশিয়া এয়ারলাইনসের বিমানটি ফিরে আসার আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়া বিমান বাহিনীর প্রধান রোদজালি দাউদ রবিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘রাডারে লিপিবদ্ধ তথ্য থেকে বিমানটি ফিরে আসবে বলেই মনে করছি আমরা।’

অনুসন্ধানকারীরা রাডারের তথ্য উপাত্ত বিশ্লেষণের পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা সন্দেহভাজনদের ছবি খতিয়ে দেখছেন।

বিমানটির খোঁজ পেতে অনুসন্ধান এলাকা আরও সম্প্রসারণ করেছে উদ্ধারকারী দল। প্রায় ২২টি বিমান আর ৪০টি জাহাজ বিমানটি উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল জুলকেফ্লি জিন। এখন পর্যন্ত বিমানটির কোনো ধ্বংসাবশেষের খোঁজ মেলেনি। কুয়ালালামপুর থেকে বেইজিংগামী এমএইচ ৩৭০ বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভিয়েতনামের দক্ষিণ এলাকা থেকে নিখোঁজ হয়। সূত্র: বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।