আমাদের কথা খুঁজে নিন

   

ফারুক ওয়াসিফের "মেহেরজান" নিয়ে লেখাটির প্রতিবাদ।



ফারুক ওয়াসিফ সম্প্রতি "মেহেরজান" চলচ্চিত্রের পক্ষে কলম ধরেছেন। শুনলাম, তার স্ত্রী ছবিটির সাথে জড়িত ছিলেন, কথা সত্য নাকি এবং কলম ধরার কারণ এটা নাকি তাও জানিনা। লেখাটা মনযোগ দিয়ে পড়তে বসলাম। একটা জায়গায় চোখ আটকে গেল। ধর্ষক আর ধর্ষিতার মধ্যে রিকন্সিলিয়শনের কথা বলছেন তিনি।

এবং আরো উল্লেখ্য বিষয়, টপিকের এই ধর্ষিতারা হলেন আমাদের বীরাঙ্গনারা, যেই ২ লাখ মা-বোন '৭১এ পাশবিক (শব্দটা enough না) নির্যাতনের শিকার হয়েছেন পাকি সেনাদের কাছে, আমাদের "সাচ্চা মুসলমান" বানানোর অংশ হিসেবে। ফারুক ওয়াসিফের কাছে জানতে চাই, কিভাবে এই রিকন্সিলিয়েশন সম্ভব? তিনি কত দিয়ে করেছেন রিকন্সিলিয়েশন? জাবিতে সেঞ্চুরিয়ান মানিকের বিরুদ্ধে আন্দোলনে তিনি ছিলেন নাকি। ঐ একশত মেয়ের কাউকে রিকন্সাইল করতে বলে দেখেছেন? বা জিগেস করেছেন কত লেগেছে? বীরাঙ্গনাদের নিয়ে এমন কথা বলার সাহস আপনাকে কে দিল?! আরো লিখেছেন, "আড়াইশ বছরের ইতিহাসের ভুল ও বিকৃতি সংশোধন" করতে হবে। খুব বাধিত হব যদি ভুলগুলোর দুয়েকটা পয়েন্ট আউট করে দেন। --------------------------------- গুছিয়ে এমনিতেও লিখতে পারিনা, এখন রাগে গা জ্বলছে।

সচলায়তনে অনেক সুন্দর করে গোছানো একটা লেখা শেয়ার দিলাম। বাঘাদা, হীরা কত নিলে শুনি? ---------------------------------- লেখার ভুল চোখে পড়লে জানানোর অনুরোধ থাকল, ঠিক করব। ফারুক ওয়াসিফের লেখাটির লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.