আমাদের কথা খুঁজে নিন

   

মুরগী কিনব কেজি দরে আর ওভেন কিনব লিটার হিসেবে- কেমনে কি

shamseerbd@yahoo.com
ঘুম নিয়ে এমনিতেই ঝামেলার শেষ নেই, তার উপর যদি বলে বন্ধের দিন সাত সকালে ঘুম থেকে উঠতে হবে, তখন কেমন লাগে, এই চিন্তাতেইত রাতে ভাল ঘুম হয়না । ঘুমের সবচেয়ে ভাল সময় হচ্ছে সকাল বেলা, আর তখনই ফোন এল................. আমি ক্যাম্পাসে যাচ্ছি, কাজটা শেষ হতে এক ঘন্টা লাগবে, তুমি রেডী হয়ে আস। ঘুম জড়ানো কন্ঠে, আচ্ছা আমি আসতেছি .....আবারও ঘুম। কিছুক্ষন পর, শোন , আমার কাগজগুলো জমা দিতে একটু সময় লাগবে, আস্তে ধীরে আস........ আচ্ছা । কি ব্যাপার , তুমি এখনও এলেনা এইত আসতেছি ।

আমি কতক্ষন দাঁড়াইয়া থাকব এইত আধা ঘন্টার মধ্যে আসতেছি জলদি ঘুম থেকে উঠে কোন মতে পা বাড়ালাম ......... কোন সিএনজি তো পাচ্ছিনা তুমি ওয়েট কর , আমিই আসতেছি ..... [ইস আগে জানলে আরো আধা ঘন্টা ঘুমাইয়া নেয়া যাইত ] অপেক্ষাত বড় কস্টের জিনিস একি বানিজ্য মেলার প্রবেশ পথের দুপাশে সব হান্ডি পাতিলের দোকান কেন ? তুমি কি আগে কখনো বানিজ্য মেলায় আস নাই একবার আসছিলাম, তখন ভাবছিলাম ঐটাই শেষ বার দাঁত বের করে হাসতেছ কেন , তোমার আসাত সবে শুরু হল.....গাউসিয়া আর নিউমার্কেটত এখনও নিয়ে যায় নাই চল তাহলে হাঁড়ি পাতিল দিয়েই শুরু করি । চল........... তুমি এত ছোট ছোট পাতিল দেখতেছ কেন, বড়গুলো কিনে নিলেইত হয়, সবসময় কাজে লাগবে। শোন, বেশী বুঝতে যাবানা, ঐ বড় পাতিল পানি গরম করা ছাড়া কোন কাজে খুব একটা লাগবেনা, (কথাত সত্য, মনে মনে ভাবি ) , মাঝে মাঝে মেহমান আসলে আলাদা কথা । হুমমমমম.................আচ্ছা বাদ দাও বড় পাতিল লাগবেনা !!! লাগবেনা যে তাও না, দরকার হবে........ বড় পাতিল থাকলে একটা সুবিধা আছে। কি ? তোমার ছোট ছোট পাতিল গুলো বড় পাতিলের মাঝে রাখতে পারবা, জায়গা বাঁচবে, বড় পাতিলও খুশী থাকবে ধুর তুমি যে কিনা, এই ছোট পাতিল গুলোই কাজে লাগবে বেশী........ আচ্ছা !!!! আচ্ছা হাঁড়ি পাতিল বাদ দাও, এখনও সময় আসেনি এগুলো দেখার ।

ওকে, এখন কই যাবা...... চল ফ্রীজ দেখি....... কোন ধরনের ফ্রীজ নিবা...... ডীপ বড় দেখে নিব !!! কেন?? আমরা দুজন মানুষ, অত বড় ডীপ দিয়ে কি হবে !!! যত বেশী জিনিস ডীপে থাকবে তত শান্তি, বাজারে কম যাইতে হবে। ও ..................... চল ফার্নিচার দেখি......... কি দেখবা !! ডাইনিং টেবিল দেখব ! সবার আগে ঐ ডাইনিং টেবিল কেন !!! ডাইনিং টেবিল ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আড্ডা গল্প সবতো এই জায়গাতেই, এই জন্যই ভাবতেছি সোফা না কিনে বড় ডাইনিং টেবিল কিনবো। এই এভাবে ঘুরতে ঘুরতেত খালি ধুলা খাইতেছি ধুলা খাওয়া ভাল........হজম শক্তি বাড়ে চল কিছু খাওয়া দরকার, ঐ যে হাজীর বিরিয়ানি চল............ দোকানদারদের ভাব দেখছ, হাজীর বিরিয়ানি হইছে বলে কি এত দাম রাখতে হবে........... এই দেখ , এটা হাজীর বিরিয়ানি না, নামের আগে নিউ লাগাইছে, এটা খাবনা, বাইরে গিয়ে খাব। আরে তাইত.................।

এভাবে সারাদিন ঘুরে কি লাভ হইল । কাজের সূত্র অনুযায়ী - সারাদিন চেস্টার পরও যদি আগের জায়গায় দাঁড়িয়ে থাকেন তবে ফলাফল শূন্য !!!! কে বললো তোমারে ফলাফল শূন্য। তো কি লাভ হইল এই যে বড় পাতিল আর ছোট পাতিলের ব্যাপারটা জানলা, ডীপ ফ্রীজ কেন দরকার বুঝলা, এখানে না আসলে বুঝতা নিউ হাজি নামে আরেকটা বিরিয়ানি আছে আমার সাথে সারাদিন কাটাইতে পারলা, এইটা তোমার কাছে কিছু মনে হইলনা । আরে আমি কি সেটা বলছি নাকি, সারাদিন থাকলাম, কত কথা হল , ঐটা নিয়া কি কিছু বলছি নাকি, আমি বললাম এভাবে মেলায় ঘুরার কথা । আমার ভুল হইছে আসলে তোমারে নিয়া মেলায় আসা , তুমি যাও টং এ বসে আড্ডা পিটাও আরে বাবা খেপতেছ কেন ?? খেপবেনাতো কি করবে আচ্ছা কিছু করা লাগবেনা, চল বের হই ........ হুমমম চল ........ একি তুমিও আমার মত হুমমম হুমমম শুরু করছ দেখি কি আর করা ।

[বহুদিন পর বানিজ্য মেলায় গেলাম , আগে যেসব স্টলে কখনো যায় নাই এইবার শুধু সেসব স্টলেই যাওয়া হল , একটা ভাল জিনিস দেখলাম তা হল নতুন একটা ওভেন, যেটার সাথে রেসিপি বুকও দেয়া আছে- হাজার রকম রান্না নিজেই করা যাবে না জানলেও, অবশ্য একটা কোশ্চেন মাথায় ঘুরপাক খাচ্ছে, ওভেনের হিসেব লিটার দিয়া করা হয় কেন ?? এইটাত পানি সিদ্ধ করার জিনিস না, মুরগী কিনব কেজি দরে আর ওভেন কিনব লিটার হিসেবে- কেমনে কি ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।