আমাদের কথা খুঁজে নিন

   

যতটুকু ছুঁয়ে থাকা যায়

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
যতটুকু ছুঁয়ে থাকা যায়, ছুঁয়ে আছি যতটুকু কাছে আসা যায়, কাছে আছি মিথ্যার বেসাতি করি যদি আমার অন্তিম মৃত্যু যেন হয় সর্বগ্রাসী। যতটুকু ভালোবাসা যায়, ভালোবাসি যতটুকু অপাপবিদ্ধ থাকা যায়, পাশাপাশি যদি হৃদয় খুঁড়ে ফুঁসে উঠে সন্দেহের সাপ আমার অবয়বে ঘৃণা ভরে দিয়ো অভিশাপ। যতটুকু সমর্পিত এ আত্মার দ্রবীভূত কানন, ডুবে থাকা যতটুকু বিসর্জনের তীব্র আকুতি, ঘুরে চলে চাকা অবিশ্বাসের মেঘ ডানা মেলে যদি সিক্ত করে শ্বাস জেনো সেটা অলীক ভ্রম, ইকারুসের আকাশ। যতটুকু উজ্জ্বল করেছ আজ, সেটুকুই পাওয়া যতটুকু ভরেছ অর্ঘ্যের ডালি, এ আমার নিঃশর্ত চাওয়া তারপর যদি দূরে সরে যাও, বিদায়ের বাঁশি তবু জেনো উঠোনে তোমার বসে আছি আজও দিবানিশি।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.