আমাদের কথা খুঁজে নিন

   

নারী পুরুষের সমান অধিকার নয়; যার যেখানে যতটুকু প্রাপ‌্য ততটুকু নিশ্চিত করা প্রয়োজন।

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

টোটাল সৃষ্টি এক ধরেনর মানুষ, একধরনের বস্তু দিয়ে গঠিত নয়। একজন মানুষের যেমন হাত, পা, নাক, কান, চোখ, পেট, চামড়া ইত্যাদি দিয়ে গঠিত; মানব সমাজও নারী পুরুষের সমন্বয়ে গঠিত। শরীরের প্রতিটি অঙ্গের কাজ যেমন ভিন্ন, সমাজেও নারী-পুরুষের কাজ ভিন্ন। কাজ ভিন্ন হওয়ার কারনে স্ব্বাভাবিকভাবে তাদের শারীরিক কাঠামো ও সামাজিক অধিকারেও ভিন্নতা এসেছে। হাত এবং পায়ের কাজে যেমন ভিন্নতা আছে, একটি বিল্ডিং তৈরী করতে যেমন ইট ও সিমেন্টের কাজের ভিন্নতা আছে, একই ভাবে নারী-পুরুষের কাজ ও প্রাপ‌্যের মধ্যেও ভিন্নতা আছে।

ছাগল আর গরু সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ; এদের কাজ ও পাওনা এক নয়। নারীর শারীরিক কাঠামো পুরুষের মত নয়। নারী-পুরুষের কাজের মধ্যেও তাই ভিন্নতা অপরিহার্য। সমাজ গঠনে এর কোন বিক্ল্প নেই। প্রতিটি পরিবারই যখন নারী-পুরুষের সমন্বয়ে গঠিত, তখন বৈষম্যের কথা আসছে কেন।

পারিবারিকভাবে সব পরিবারের পাওনাতো সমান হয়ে গেল। সর্বোপরী মহান সৃষ্টিকর্তা বলেছেন " পুরুষের জন্য রয়েছে নারীর দ্বীগুন স্বত্ত"। এটা শুধু স্ত্বত্ব বন্টনের ক্ষেত্রে। নারী শুধু নারী হওয়ার কারনে তার কিছু ছাড় আছে; যেখানে পুরুষের কোন ছাড় নেই। এ নিয়ে সকল বিতর্কের এখানে অবসান হওয়া প্রয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.