আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনূসকে জ্বালাতন না করতে শেখ হাসিনাকে হিলারির ফোন !

আতাউর রহমান কাবুল

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্য, ব্যাংকটির বিরুদ্ধে তদন্ত ও সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিংক ট্যাংক ‘জেমস এ বেকার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি’ আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্ল্যাক জুনিয়র এ তথ্য প্রকাশ করেন। টেক্সাসের রাইচ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানের। গত সপ্তাহে হিলারি ক্লিনটন ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মার্কিন সরকারের তরফ থেকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হলেও হিলারির আকস্মিক ফোন নিয়ে দেশে ও প্রবাসে ছিল ব্যাপক কৌতূহল ও গুজব।

রবাট ব্লেক বলেন, নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকার তদন্তের যে উদ্যোগ নিয়েছে, তাতে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বরার্ট ব্লেক বলেন, হিলারি ক্লিনটন গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার স্বার্থে নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তানুষ্ঠান নিশ্চিত করতে অনুরোধ জানান বাংলাদেশ সরকারকে। ব্লেক বলেন, বাংলাদেশ ১৮ বছর ধরে তার প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ধরে রেখেছে, যা লাখ লাখ লোককে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ খুলে দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের প্রেরিত বার্ষিক ১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিকে ধরে রাখতে সাহায্য করছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি সূত্র জানিয়েছে, হিলারি ক্লিনটন বাংলাদেশের মানবাধিকার বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উদ্বেগের বিষয় অবহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদদের খোলাচিঠি নিউইয়র্ক থেকে এনা জানায়ঃ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশী-আমেরিকান শিক্ষাবিদরা এক খোলাচিঠিতে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়ে বলেছেন, সাম্প্রতিক সময়ে ক্ষুদ্রঋণ ব্যবস্থার মডেল গ্রামীণ ব্যাংক এবং ব্যক্তিগতভাবে ড. ইউনূস বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যদিও আমরা সবাই জানি যে, কেউই সমালোচনা অথবা আইনের ঊর্ধে নন। তবে আমরা মনে করছি, এখন যেটা করা হচ্ছে তা যথার্থ নয়। খোলাচিঠিতে আরো বলা হয়েছে, তবে আমরা খুবই খুশি যে আপনি (ড. ইউনূস) সরকারের তদন্তকে স্বাগত জানিয়েছেন এবং মিডিয়াকে যাবতীয় প্রশ্নের জবাব দিতেও সম্মত রয়েছেন। আপনার সমাজসেবামূলক কাজের স্বীকৃতি রয়েছে গোটা বিশ্বে।

খোলাচিঠিতে বলা হয়েছে, এটা অবাক হবার মতো কোনো ঘটনা নয় যে, সর্বত্র সব কাজের সমালোচনা, বিরোধিতা ও চ্যালেঞ্জ রয়েছে। ই-মেইলে বিতরণকৃত এ খোলাচিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন টেক্সাসের প্রেইরি ভিউ এঅ্যান্ডএম ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ও কলেজ অব বিজনেসের ডিন ড. মুনীর কুদ্দুস, ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির জীববিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. রুহুল কুদ্দুস, ইউনিভার্সিটি অব উইসকনসিনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের উপপরিচালক অধ্যাপিকা ড. ফরিদা খান, ওয়াশিংটন ডিসিতে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক ড. ফাইজুল ইসলাম ও ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির বিদেশী ভাষাবিষয়ক ডিপার্টমেন্টের গবেষণা পরিচালক ড. হালিমুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে এবং তদন্ত যাতে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ হয় তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। (Bangladesh has experienced an average of 6% growth in GDP over the last 18 years, which has helped lift millions of Bangladeshis out of poverty. Houston, with its large Bangladeshi diaspora community, has undoubtedly contributed to the $11 billion in global remittances Bangladesh receives each year. Bangladesh, with its inclusive growth model and newly stable government, represents another potential powerhouse in the neighborhood. The investigation into the Nobel prize-winning Grameen Bank, however, has raised concerns. Secretary Clinton has urged the government to maintain its democratic values and ensure its investigation is impartial and balanced.) উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সমপ্রতি হিলারি ক্লিনটনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন করা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। কিন্তু তিনি তখন গ্রামীণ ফোন বিষয়ক কোন প্রসঙ্গ উল্লেখ করেননি।

অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের একাধিক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার তিক্ততার মূলে রাজনৈতিক কারণ থাকতে পারে। ওই দুটি পত্রিকাতেই ভাষ্যকাররা লিখেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ড. ইউনূসের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ শেখ হাসিনা সুনজরে দেখেননি। সূত্র: Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।