আমাদের কথা খুঁজে নিন

   

অস্ফুট অনুরাগে

জীবনটা অনেক সুন্দর .... শুধু সৌন্দর্য টুকু দেখার মত চোখ থাকতে হয় ... বোঝার মত মন থাকতে হয়.....
অস্ফুট অনুরাগে যখন, খুব মন খারাপ হয়, ছোট ছোট বাচচাদের মুখদেখি- চোখে নৈসর্গিক ভালবাসার দেখি- ঠোঁটে ভূবন ভূলানো হাঁসি দেখি। যখ্ন, খুব বেশী উতলা হয় মন, প্রজাপতি দেখি, নানা রঙ্গে রাঙ্গা তাদের ডানা দেখি- নাম না জানা হাজারও ফুলে ফুলে- উড়ে যাওয়া দেখি। যখন, বড়বেশী মনে পড়ে তোমাকে, আকাশ দেখি – নীল আকাশের বুকে – সাদা সাদা মেঘ দেখি , সন্ধায় অস্তমান সূর্যটার ক্ষনে ক্ষনে বদলানো রং দেখি। যখ্ন, বড্ড বেশী একা একা লাগে, পাখির উড়ে যাওয়া দেখি, ঝাঁক- বেঁধে উড়ে যাওয়া পাখির ঝাঁক! সবার পিছনে খুব ক্লান্ত হয়ে, পিছিয়ে পরা পাখিটাকে দেখি। যখন, বিস্ননতা জাগে মনে- মাঝ রাতে অজস্র তারার মাঝে – এক ফালি চাঁদ দেখি। তার একা একা বলে যাওয়া – হাজারও ঘটনার সাক্ষী হয়ে থাকি, চারপাশে- মহাশশান সম- ধুধু আঁধার দেখি- আঁধারেরও যে মায়া আছে- তা দেখি! যখন, সব কিছুই অসহ্য হয়ে ওঠে- তোমায় দেখি, তোমার হাসিমাখা মুখখানি দেখি, পেয়ে হারানোর কষ্ট দেখি, তোমার মাঝে- আমায় দেখি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।