আমাদের কথা খুঁজে নিন

   

নিতান্তই উপদেশ আহ্বান মূলক পোস্ট

আমি ভাই সাদা মানুষ,সাদা স্বপ্ন দেখি। । শুধু স্বপ্ন দেখে দেখে আর আলসেমি করে দিন কাটাই,করতে চাই অনেক কিছুই তবে কবে জানিনা...............। । আমার রাজনীতি ভাবনা গত কিছুদিন যাবত মনে মনে প্রশ্ন হচ্ছে আমি যদি রাজনীতি করতাম তাহলে কোন দল করতাম? এমনিতেই আমার রাজনীতি নিয়ে একধরনের এলারজী আছে,তার উপর বর্তমানে দেশের রাজনীতির অবস্থা কি তা সবাই জানে।

আমি কখন এ ধরনের রাজনীতি করা ত দূরে থাক, এদেরকে ভোটও দিতাম না। যদিও আমার ভোটাধিকার এখনও হয়নি তবে সামনের বার হবে বলে আশা রাখছি। কিন্তু কি লাভ কারন আমি ত এদের কাউকে ভোট দিতাম না। তাহলে কি আমাকে সেই "না ভোটে"র মত কাপুরুষতার আশ্রয় নিতে হবে। কিন্তু কেন এর কি কোন বিকল্প নাই? আমি যে পরিবারে বেড়ে উঠেছি তা আওয়ামীলীগের ছায়া পাওয়া , কিন্তু যখন থেকে বুঝতে শিখলাম তখন থেকে আর কখন এই দলটাকে আর সাপোর্ট দিতে মনে লয় না।

যদিও বঙ্গবন্ধুর জীবনী আমাকে প্রচণ্ড ভাবে নাড়া দেয় কিন্তু তাঁর উত্তরসূরিদের নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। বিএনপি সম্পর্কে নতুন করে কিছু বলতে মনে লয় না তারাও যে কত ভাল তা সবাই জানেন। আর বাকি থাকে জামাত-শিবির.........। উনাদের জীবনী আর কৃতকর্ম শুনতে শুনতে আর এখন দেখতে দেখতে ও বুঝতে বুঝতে যা হাল , তাতে ও পথে কখনই যাওয়া সম্ভব না। ছোটবেলা থেকে পরিবার থেকে তাদের কে ভাইরাস হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তাতে আমার আর কি বলার আছে এখন কেউ কি আমাকে বলবেন যে আমার কোন পথে যাওয়া মানে ভোট দেওয়া(আগাম ভবিষ্যৎ) উচিত? ও আরেকটা কথা কেউ বামদল সম্পর্কে কিছু বলতে পারেন??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.