আমাদের কথা খুঁজে নিন

   

আমি পারিনা রাঁধিতে, পারি শুধু কাঁদিতে

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

এত এত রেসিপি দেখিয়া দেখিতেছি চোখে ঘোলা, বুঝিলাম শেষে কারণ হইলো মাইনাস হইয়াছে তোলা। তাই ভাবিলাম এই সুযোগ দেই একখানা পোস্ট, প্রথম প্রশ্ন কিভাবে করিবো বলদ গরুর রোস্ট? ইলিশ মাংস চর্চরি খাবো অনেক দিনের খায়েশ, ছাগলের মাছ ভূনা করিয়া খাইবো মিটাইয়া আয়েশ। শুনিয়াছি ভাই ভীষন মজা মুরগীর দুধের ছানা, কাহারো কাছে আছে কি ইহার প্রস্তুত প্রনালী জানা? খুবি ভালো হয় সাথে যদি পাই লইট্টা শুটকীর কাবাব, খাসীর ডিমে অমৃতের স্বাদ নাইরে কোন জবাব। রেসিপিগুলো চাই আমার কেউ কি পারিবেন দিতে? মাছের পীঠা খাওয়াইবো তাহারে প্রচন্ড এই শীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।