আমাদের কথা খুঁজে নিন

   

শাহিদুল হাসান খোকন এর কবিতা

আমি ভাল নই!

একটি রাত অথবা একটি দিন... তোমার কাছে আমার প্রার্থনা একটি দিন অথবা একটি রাত... অবশ্য তুমিই আমায় শৈশব-কৈশোর এমনকি যৌবনেও বলতে আমাকে তুমি সর্বস্ব দিতে পারো... তুমি বুঝি আজ সব ভুলে গেছ! আজ আমি ক্ষুধার্ত খুব তোমার আছে অফুরন্ত খাদ্যভাণ্ডার আর আমি তোমার চোখের সামনে না খেয়ে মারা যাচ্ছি অথচ তুমি দেয়ালের দোহাই দিয়ে আমাকে বঞ্চিত করছো আমার প্রাপ্য থেকে.... পথের কুকুরের মতো আমি তো আর ডাস্টবিনে মুখ দিতে পারি না ডাস্টবিনে মুখ দেয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। ডাস্টবিনে ক্লেদÑঘৃণা অশুচিতা বিষ আর মধু মিলেমিশে একাকার হয়ে আছে। মধুর সাথে তারা দল বেঁধে সগৌরবে উঠে আসে মনে। নিজকে হীনমন্য করে, ক্লান্ত করে মানুষের পিছনে ঠেলে ঠেলে দেয়! অথচ আমি অভীক-সামনের সারির মানুষ তোমার আছে স্বচ্ছতোয়া জলÑপরিশুদ্ধ মধু সুতরাং তোমার কাছেই আমার প্রার্থনা, একটি রাত অথবা একটি দিন... সানুনয়ে তোমাকে বলছিÑ দেবে তুমি আমাকে তোমার একটি দিন অথবা একটি রাত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।