আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি জানেনে? না জেনে থাকলে জেনে নিন!!!

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

১) রাস্তার মোরে কিংবা পার্কে কোথাও যদি ঘোড়ার উপর সওয়ার কোন সৈন্যের স্টাচু দেখেনঃ ক) যদি ঘোড়াটির এক পাঁ শুন্যে থাকে তাহলে জানবেন, সৈন্যটি কোন যুদ্ধে আহত হয়ে পরে মারা গিয়েছে। খ) যদি ঘোড়াটির দুই পা শুন্যেথাকে তবে জানবেন- সৈন্যটি সরাসরি যুদ্ধে মারা গিয়েছে। গ) যদি ঘোড়ার চার পা মাটিতে থাকে তবে জেনে নিবেন- সন্যটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। ২) আপনি যদি একটি তেলাপোকার মাথা কেটে ফেলেন তবুও সে ৯ দিন জীবিত থাকবে, তারপর মারা যাবে।

তবে যদি ভাবেন যে সে মাথা কাটার কারণে মারা গিয়েছে তবে ভুল করবেন, বরং সে নয়দিন অনাহারে থাকার কারণে মারা যাবে। ৩) প্লেয়িং কার্ড বা তাস খেলার কার্ডে চারটি কিং থাকে, যা চারজন বিখ্যাত রাজার রিপ্রেজেন্ট হিসেবে আবিস্কার করা হয়েছিল। ক) স্পেড্স > কিং ডেভিড। খ) ক্লাব্স > কিং আলেক্জান্ডার দ্যা গ্রেট। গ) হার্টস > কার্লিমেন্জ।

ঘ) ডায়মন্ড্স > জুলিয়াস কেসার। ৪) ঐতিহসিক সিভিল যুদ্ধ থেকে সৈন্যরা যখন ফিরে আসতেছিল তখন তারা একটি বোর্ডে বড় করে লিখে উচু করে আসতে ছিল, আর তাতে লিখা ছিল '' o killed''. সেখান থেকে সংক্ষেপে OK শব্দ ব্যাবহার শুরু হয়। ৫) হাসের ডাক ''কুয়াক কুয়াক'' এর প্রতিধ্বনি হিসেবে কোন ইকো আজ পর্যন্ত বানানো সম্ভব হয় নি। ৬) প্রজাপাতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ গ্রহণ করে। ৭) বলেন তো কোন প্রানী লাফাতে পারে না? হ্যা, হাতি হচ্ছে একমাত্র প্রানি যা লাফাতে পারে না।

৮) পৃথীবির একমাত্র প্রানী হচ্ছে ''তারা মাছ'' বা ''স্টার ফিস'' যার কোন ব্রেইন নেই। ৯) ১১১,১১১,১১১ কে ১১১,১১১,১১১ দিয়ে গুন করেলে রেজাল্ট হবে = ১২৩৪৫৬৭৮,৯,৮৭৬৫৪৩২১। এখুনি ট্রাই করে দেখতে পারেন। ১০) আপনি কখনো চোখ খোলা রেখে হাচি দেবার চেষ্টা করেছেন?? চেষ্টা করেদেখুন পারবেন না। ১১) আমাদের সাকিব আল হাসানাই শুধু বাম হাতি নন, পৃথিবির সমস্ত পোলার ভাল্লুকও কিন্তু লেফ্ট হেন্ডেট।

১২) আমাদের দেহের সবচেয়ে শক্তিশালি পেশি হচ্ছে জিহ্বা। ১৩) আপনি হয়ত নাও জানতে পারেন যে, বৈদ্যুতিক ভাল্বের আবিষ্কারক ''থমাস এডিসন'' অন্ধকারে চড়ম ভয় পেতেন সেখান থেকেই তিনি এটা আবিস্কারে উদ্বুধ্য হোন। (ধন্যবাদ তাকে) ১৪) কুমির কখনো জিহ্বা বাহিরে আনতে পারে না। ১৫) মশার দাত আছে শুনলে কি আপনি তর্ক কর্বেন?? করে লাভ নেই!! বলেন তো সামুর প্লাস মাইনাস উঠিয়ে দেয়া হয়েছে কেন?? কারণ প্লাস মাইনাসে মাইনাস। মাইনাস মানে নেগেটিভ।

তাই মডুরা চাচ্ছেন ব্লগে কোন নেগেটিভ কিছু না হোক, সব পজেটিভ হোক। তাই প্লাস মাইনাস সিষ্টেম উঠিয়ে নেয়া হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।