আমাদের কথা খুঁজে নিন

   

পিলাচ মাইনাচ সমাচার

পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড।

দু একটা উদাহরণ- ১। 'কি ভাই খাচ্ছেন্নাকি?' যিনি খাচ্ছেন তাকে জিগ্গেস করি। ২।

ব্যাগ হাতে বাজারে যাচ্ছেন যিনি তাকে জিগাই - 'কৈ যান, বাজারে নাকি?' ৩। এমন্কি যিনি ঘুমাচ্ছেন তাকে ধাক্কিয়ে জিগাই- 'কি, ঘুমাচ্ছেন? না জেগে আছেন?' বোঝেন ঠ্যালা। বাই বর্ন বাংগালী ইস্যু সংকটে ভূগে, আর বিগিনিংটা আমাদের তেমন ভাল হয়না। নতুন কোন পরিচয়ে আরো সমস্যায় আছি আম্রা। কিন্তু কেন এমন আম্রা? আমার মতে এটা আমরা সময়ের প্রয়োজনেই করি।

বিদেশীদের মত হাই, হ্যালো, গুড মর্নিং,ইভেনিং না বল্তে পারাই এর জন্য দায়ী। আমাদের এই অভ্যাসের সুফলই বেশী- দেখাযায় এর পর পালাক্রমে অনেক কথা চলে আসে। কিন্তু এখনও শুরু করা হয় শুভ কামনা না দিয়ে ঐ প্রশ্ন করেই । কাজের কথায় আসি,সামুতে পিলাস্মাইনাসটা ঐ -কৈ যান, নাম কি, ঘুমাচ্ছেন্নাকির মতই উপকারী ছিল। পিলাছ বা মাইনাস দিয়ে কমেন্ট শুরু করা যেত বা কিছু একটা দিয়ে কমেন্ট না করেই চলে আসা যেত।

FB লাইকিং এল- অনেকের কাজে ব্লগ একটা গোপনীয় ব্যাপার, তাই লাইকিংটা ভাল লাগে নাই। জানা'পু বলেছেন FB লাইকিং আর থাক্ছেনা (এখন আর নাই ও) এখন চলবে শুধু গলাবাজী, চলুক। ওয়েটিং ফর রেটিং সিস্টেম। কাল থেকে দেখা যাচ্ছে- ভাল লাগল বাটন,ভাল কিন্তু খারাপ লাগলে? এক্টু খতিয়ান খুলে দেখে নেই: লোকসানে কারা কারা: পুত্তুম পিলাস/ প্লাস্লন জাতীয় ব্র্যান্ড চালু করেছিলেন তারা gullee.com - এর ঝাঁজাঁ জিফ গুলো আর দেখা যাবেনা। মাল্টিনিকের সম্রাট বর্গ - নিকগুলা ধুয়ে পানি খান্গে।

ক্যাঁচালিস্ট ব্লগার- কয়ডা মাইনাস/কয়ডা পিলাছ নিয়ে যারা ব্লগ গরম কর্তেন। হাম্বড়া ব্লগার - নিজকে যারা সেরা ব্লগার মনে কর্তেন, নিজের নিকের সাপুর্ট নিয়েই। সুযোগসন্ধানী ব্লগার - পিলাস/মাইনাস নিয়া আর কিছু কওন যাইবে না, সুযোগতো ফস্কাইয়া গেল। নয়া ব্লগার- তারা পোস্ট রিলেটেড কমেন্ট না করে +/- একটা দিয়ে কিছু বল্তে পার্ত। চিকনমিয়া মাইনাস আয়োজক গোষ্ঠী- আর করা হবে না এমুন বিনোদনে ভর্পূর অনুষ্ঠান।

মাউস সাহেব/কিবোর্ড: মাউস-এনাকে আর তেমন দর্কার নাই পোস্ট পড়ার সময়, কিবোর্ড- এখন থেকে খুব অত্যাচার হবে এনার উপর। বিজি ব্লগার- কমেন্ট কর্তেই হবে, যাবেন্কই? সময় যাবে- এমন্কি কমনেন্টান্সার দেখতেও আস্তে হবে আবার। পরিসংখ্যানবিদ ব্লগার: কোন পোস্টে বেশী পিলাস/ কোন্ডায় বেশী মাইনাস আর করা হবেনা। লুল: মাইয়াগো বলগে গিয়া পিলাস দিয়া বুকের ছাতিটান টান কৈরা আর বলা যাবেনা, একশোকোটি প্লাস (নিজের বুকেও কি ধাক্কা লাগে নাই!!) সামু নিজে- পিলাস/মাইনাস নিয়েও অনেকে মেলা কথা কৈত, আর কমেন্ট ফ্লাডিং হৈত। ব্যান্ডউইথ খাইলেও সারা বছর অ্যালেক্সা র‌্যাংকিং- এ ১১তে ছিল।

এইবার অ্যালেক্সা র‌্যাংকিং না কম্লে আমার মার্কেটিং পড়া বৃথা- if Other things remaining the same. বোনের বিবাহ উপলক্ষে বাড়ীতে ছিলাম, ফিরে এসে দেখি জাহাজী পোলা আর রেজোওয়ানা"পু কান্দন শুরু করে দিছে। রেটিং ফ্যাসিলিটি নাই। এফবিতে শেয়ার আছে, আর নুটিশাংকেল ঝুলে আছে চোক্ষের সাম্নে। আমারও তেমন ভাললাগে নাই। এইবার লাভ কাদের হবে তাদের একটা লিস্টি দেই লাভে আছেন যারা যারা: মডুরা সকল- নাকে তেল নাদিলেও চল্বে।

অবশ্য রিপোর্টেট পোস্টের সংখ্যা বেড়ে যাবে। লিডার ব্লগার- দলবাজী কর, হিট বাড়াও। পার্টি ব্লগার- যাদের দল যত ভারী তারা তত ভাল কর্বে, নিজস্ব পরিমন্ডলে পার্সোনাল পরিচয় থাকা আবশ্যক। পরিচ্ছন্ন ব্লগার- কারো সাতে পাঁচে নাই। (যাহা কুড়ি তাহাই বিশ , বা ভিজলেও একসের, শুক্নোও একসের জাতীয় ব্লগার) জলকনা, গুরুভাইটাইপ ব্লগার- শুধু রিপোর্টে আর চিড়া ভিজবে না, চিকন মিয়া- মাইনাস দিয়া ধন্যকরা এই অ্যাংকেলের বয়স হৈচে, রেস্টে আছেন- একন ফুল বিশ্রামে যাবেন মনে হয়।

সামু নিজে: - মেন্টেনেন্সে কম লোক লাগবে, ব্যান্ডউইথ কমযাবে। আমার মতে আগেই ভাল ছিলাম। দেশে যে কিসের বাতাস আইল!! মডুগো যে কি হৈল!! আল্লাহ জানে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।