আমাদের কথা খুঁজে নিন

   

শিকদার ওয়ালিউজ্জামান এর কবিতা

এসো স্বপ্নের জরায়ুতে নিষিক্ত করি স্বপ্ন

ভয় করে না ভয় করেনা ভয় করেনা ভয় করেনা অন্ধকারে একাকী আর ভয় করেনা বিরহী রাত কি আছে আর জলতো আছে হয়তোবা তার আজ নিশিথে মনে পড়েনা মনে পড়েনা মনে পড়েনা মনে পড়েনা আমার কথা একটিবারও মনে পড়েনা। পাক ধরেছে কালো চুলে এই বয়েসে তার কি আর এই কথাটি মনে আছে ! শরৎকালে শিউলি সকাল ফুল ঝরেনা ফুল ঝরেনা মালা গাঁথেনা একটি দিনও। ভয় করেনা ভয় করেনা ভয় করেনা কাজল কালো চোখ রাঙা তার ভয় করেনা ভয় করেনা ভয় করেনা ভয় করেনা এই আমার আর একলা থাকা ভয় করেনা...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.