আমাদের কথা খুঁজে নিন

   

শিকদার মোস্তফা-হারামখোর / নিব ৩৩



বাদীরপুতে হারামখোরে বই’য়া চ্যারে ঘুষ খায় গরমকালে পরম সুখে বরফ শীতল জুস খায়। পদের জোরে বাম হাতে রোজ কামাই রুজি গরম বাজার ছাড়া শ্বশুরবাড়ি যাইতে লাগে শরম। নাভির উপর চর্বি জমায় কইরা ভুঁড়িভোজ একশত ভাগ হালাল সাবান শইললে মাখে রোজ। ঘুষের টাকায় ফরেন গাড়ি নিচতলাতে গ্যারেজ এই টাকাতেই বিয়াই পাতায় কন্যারে দেয় ম্যারেজ। বুইড়াকালে উইড়া গিয়া হইবো চামে হাজি কইতাছি যা ঝুট নাতো ভাই ধরতে পারি বাজি। আয় পোলাপাইন বিচ্ছুরা সব চাদুর মুখে লাইথ্থা ব্যাককে মিলা প্যাক্-মাটিতে রাখ হালারে গাইথ্থা। হা-করাইয়া জিবলা ধইরা হুক লাগাইয়া টান দে এমন জোরে টানবি তরা চিল্লাইয়া যেন কানদে। নিব উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভণ ছড়াপত্র বর্ষ-দশ, সংখ্যা-৩৩, অক্টোবর-২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.