আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান প্রেসিডেন্ট এর গোপন ব্রীফকেস যার মধ্যেই লুকানো নিউক্লিয়ার কোড

Speak no evil, hear no evil, see no evil.

আমেরিকার প্রেসিডেন্টের সাথে সবসময় একটা কালো রং এর ব্রীফকেস থাকে যা তার একজন মিলিটারি এ ডি সি হাতের সাথে বেঁধে নিয়ে চলাচল করে। এটার মধ্যেই আছে আমেরিকার নিউক্লিয়ার যুদ্ধ শুরু করার গোপন কোড। এর নিক নাম হচ্ছে দি ফুটবল বা নিউক্লিয়ার ফুটবল! এর ভেতরে কি আছে তা সম্পূর্ণ ভাবে জানা যায় না। যা জানা যায় তা হোলো: ১। এটা জিরো হেলিবার্টন কোম্পানির তৈরী ২০ কেজি ওজনের কালো একটা ব্রীফকেস।

এর হাতল এর কাছে একটা ছোটো এন্টেনা থাকে। ২। এর ভেতরে চারটে জিনিষ থাকে। ৭৫ পৃষ্ঠার একটা ছোট ব্ল্যাক বুক যার মধ্যে সমস্ত আক্রমনের অপশন বা বর্ননা। আরেকটা বই যাতে ইমার্জেন্সির সময় প্রেসিডেন্টকে কোথায় নেয়া হবে সে সব লোকেশনের ঠিকানা।

একটা খাম যার মধ্যে জরূরী তথ্য আদান প্রদান সংক্রান্ত নির্দেশ। এবং একটা ছোট কার্ড যার মধ্যে থাকে মুল কোড। ৩। ধরুন কোন মহা বিপদের আশংকা হোলো এবং নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হোলো । সাথে সাথে প্রেসিডেন্ট কে এক জায়গায় নিয়ে তার একজন এইড বা সহযোগী ব্রিফকেস টা খুলবেন।

সাথে সাথে আমেরিকান জয়েন্ট চীফ অব স্টাফকে এটা জানানো হবে। প্রেসেডেন্ট তার মিলিটার কমান্ডার দের সাথে আলোচনা করে ঠিক করবেন কি ধরনের অস্ত্র এবং কোথায় ব্যবহার করবেন। তারপর এটা সাথে সাথে যত নিউক্লিয়ার সাবমেরিন বা বিমান আছে আশেপাশে সবাইকে জানানো হবে। ৪। এখন প্রেসিডেন্ট ব্রিফকেসে থাকা কোড টা পড়ে নিজেকে মিলিটারি হাই কমান্ড এবং ডিফেন্স সেক্রেটারীর কাছে আইডেন্টিফাই করবেন যাতে উনারা বুঝতে পারেন এটা প্রেসিডেন্ট স্ব্য়ং অর্ডার দিচ্ছেন! ৫।

তারপর প্রেসিডেন্ট নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের আদেশ দেবেন। এটা আবার দ্বিতীয়বার ডিফেন্স সেক্রেটারী উচ্চারন করবেন যাটে কোনো ভুল বোঝাবুঝি না হয়। ৬। আদেশ পেয়ে পেন্টাগন বা মিলিটারী কমান্ড সেন্টার বিভিন্ন নিউক্লিয়ার ইউনিট বা প্লেন বা সাবমেরিন কে অর্ডার দেবেন! যখন প্রেসিডেন্ট অফিস এর বাইরে যান তখন তার সাথে এই ফুটবল সবসময় থাকে। এরকম তিন টা ফুটবল আছে।

একটা থাকে প্রেসিডেন্ট এর সাথে, একটা রিজার্ভ ভাইস প্রেসিডেন্ট এর সাথে এবং একটা থাকে হোয়াইট হাউজে। প্রেসিডেন্ট জিমি কার্টার এবং রিগ্যান কোড এর কার্ড টা (নিকনাম যার বিস্কিট) তাদের পকেটে রাখতেন। একবার কার্টার ভুল করে এটা লন্ড্রীতে পাঠিয়ে দিয়েছিলেন! আপনার এন্জেলিনা জোলির নতুন মুক্তি পাওয়া The Salt সিনেমায় এটা দেখতে পাবেন! কি এক্সাইটিং, না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.