আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে আমেরিকান পণ্য/সেবা বা ব্যবসায় প্রতিষ্ঠানঃ যারা আমেরিকান পণ্য বর্জন করতে চান তাদের সাহায্যার্থে!

এস এম আরিফ বাংলাদেশের বাজারে আমেরিকান পণ্যশ্রেণীর বৈচিত্র্যময় প্রভাব লক্ষ্য করা যায়। অবশ্য সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই আমেরিকান পণ্যের ব্যাপক ভিত্তিক বাজার বিস্তৃত। সম্প্রতি মহানবী(সা)কে অবমাননার জের ধরে অনেকেই আমেরিকান পণ্য বর্জনের কথা বলছেন। যদিও এসিদ্ধান্ত মুক্তবাজার অর্থনীতির সঙ্গে মানানসই নয়, তথাপি তাদের উদ্দেশ্যে এ ক্ষুদ্র প্রয়াস যারা সত্যিই আমেরিকান পণ্য বর্জন করতে চান! যারা এ লেখা পড়ছেন তারা সম্ভবত চাইলেও পুরোপুরিভাবে আমেরিকান পণ্য বর্জন করে থাকতে পারবেন না! তারপরও কেউ যদি এ অসাধ্য(আমার দৃষ্টিতে) সাধন করতে পারেন দয়া করে জানাবেন। ১।

খুচরা পণ্য- Wal-Mart. ২। তেল ও গ্যাস- Chevron. ৩। খাদ্য, পানীয় ও তামাকজাত দ্রব্য- Coca-Cola, PepsiCo, Coca-Cola Enterprises. ৪। প্রযুক্তি, সফটওয়্যার, হার্ডওয়্যার ও সেবা- IBM, Microsoft, Apple, Oracle, Google, Dell, Intel, Yahoo, Motorola. ৫। মোটর, গাড়ি- Ford, General Motors. ৬।

ঔষধ সামগ্রী- Johnson & Johnson. ৭। বিমান পরিবহন- Boeing, Lockheed Martin. ৮। ব্যাংক, বীমা- Citigroup, MetLife, ALIco. ৯। গৃহস্থালি, ব্যক্তিগত পণ্য- NIKE, Colgate. ১০। বিশেষায়িত অর্থনীতি- Visa, MasterCard, SLM, Western Union. ১১।

রেস্তোরাঁ- McDonald’s, KFC. ১২। যোগাযোগ- FedEx. ১৩। নিত্য ব্যবহৃত টেকসই পণ্য- Whirlpool. বি.দ্রঃ আমার মাথায় উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর নামই ছিল। এগুলোর সবই বিশ্বের সেরা ২০০০ ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আরও অনেক আমেরিকান ব্যবসায় প্রতিষ্ঠান বা পণ্য এদেশে রয়েছে।

আপনি নিজের মত করে আরও বিখ্যাত/অখ্যাত ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্য বর্জন তালিকায় যোগ করে নিতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.