আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকান

"আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়" "জ্ঞান অপেক্ষা কল্পনা শ্রেয়"

আমেরিকান কারিকুলামের এক ছাত্রকে পড়াই। ক্লাস - ১০ এ আসার পর তাদের স্টাডি প্ল্যান ঘেটে দেখলাম যে বেশীরভাগ সময়েই তাদেরকে ইনভেস্টিগেশন মানে kind of practical করতে হবে বাড়ির কাজ হিসেবে। যেমন- কয়েকদিন আগে দিল পড়ন্ত বস্তুর উপর বিভিন্ন জিনিসের প্রভাব like বস্তুর ওজন, ফেলে দেওয়ার উচ্চতা, ইত্যাদি। বাসায় বসে এগুলা করতে হবে। খুব ভাল initiative কিন্তু দুঃখের কথা হল এভাবে ব্যবহারিক জ্ঞ্যানের চর্চা করাতে গিয়ে তাদেরকে মুখস্ত করতে নিরুৎসাহিত করছে- এমনকি basic formula গুলাও মুখস্থ করতে বাধা দিচ্ছে।

বস্তুত এইসব প্র্যাকটিক্যালের তুচ্ছ ব্যাপারগুলা আমরা যেখানে just বইয়ের উদাহরণ দেখেই বুঝতে পারতাম এবং feel করতে পারতাম সেখানে এগুলা করিয়ে আমার মতে "আজাইরা প্যাচাল পাড়া" আর "হুদাই সময় নষ্ট" ছাড়া আর কিছু না। আজকের ঘটনা বলি। আজকে আমি তাকে factoring বুঝাচ্ছিলাম। বুঝানোর পর তাকে যখন আমি প্র্যাকটিস করতে দিলাম- সে তখন একটা অঙ্কের ভিতরে কয়েকবার (a+b)^2 এর ফরমুলাও দিব্যি ভুল লিখে অঙ্ক করে দিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে ক্লাস- ৯ এ থাকতে আমি যখন তোমাকে এই ফর্মুলা গুলা একেবারে ২+২=৪ এর মত মুখস্থ করতে বলসিলাম আর তারপর থেকে হাজারবার করে বলে আসতেসি , তুমি কি তারপরেও কর নাই এগুলা মুখস্থ, then he was like মুখস্থ খুবই লজ্জার একটা কাজ এই ভাব ধরল।

তারপর বুঝতে পারলাম যে তাদেরকে মুখস্থ করতে নিরুৎসাহিত করতে করতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে প্রয়োজনীয় জিনিসপত্রও তারা মুখস্থ করে না। বিশ্বাস করতে কষ্ট হবে যে আমি যখন পড়ানো শুরু করেছিলাম তখন ও বলেছিল যে ওদের টীচার ওদেরকে (a+b)^2, (a-b)^2 এর সূত্র শিখিয়েছে এভাবে যে (a+b)(a+b), (a-b)(a-b) এভাবে গুন করে নিবা। ভয়াবহ!!! একটা গল্প বলি। উদ্ভাসের অনেকগুলা অসাধারণ শ্লোগানের একটা হল "না বুঝে মুখস্থ করার প্রবনতা প্রতিভা কে ধ্বংস করে"। এই শ্লোগানটা উদ্ভাসের অন্যতম কর্ণধার সোহাগ ভাইয়া দিয়েছিল।

তো ক্লাস চলার কয়েকদিন পর শুনলাম যে মিলন দাদা বা অন্য কোন একজন ভাইয়া একবার সোহাগ ভাইয়াকে বাংলা বর্ণমালা তাকে বুঝিয়ে দিতে বলেছিলেন। আমেরিকান কারিকুলাম যারা ঠিক করে তাদেরকে abcd বুঝায় দিতে বলতে ইচ্ছা করতেসে। এখন আসি অন্য প্রসঙ্গে। সম্প্রতি আমাদের দেশের কারিকুলাম আধুনিকায়নের নামে ঠিক একই কাজ করতেসে। ক্লাস- ৯- ১০ এর বই বানাইসে চটি বই আর ইন্টারের বইকে করেছে চটি সমগ্র (৯-১০ থেকে তো একটু হলেও মোটা- তাই চটি সমগ্র বলাই যায়) এর সমান।

এমন বই পড়ে ছাত্র-ছাত্রী রা যে কয়েকদিন পর নিজের নাম, বাবা-মা এর নাম- এসবও বুঝায় দিতে এবং জিজ্ঞেস করলে উত্তরে অপশন দিতে বলবে না তার নিশ্চয়তা কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.