আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-তে অংশগ্রহণকারী ১৪টি দলের খেলোয়াড়দের তালিকা

>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<<
আসুন এক নজরে দেখে নিই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-তে অংশগ্রহণকারী ১৪টি দলের বিশ্বকাপ উপলক্ষে ঘোষিত খেলোয়াড়দের তালিকা......... গ্রুপ ‘এ’ অস্ট্রেলিয়া রিকি পন্টিং (অধিনায়ক), শেন ওয়াটসন, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, ডেভিড হাসি, ক্যামেরন হোয়াইট, টিম পেইন (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, জন হেস্টিংস, মিচেল জনসন, নাথান হরিজ, ব্রেট লি, শন টেইট ও ডগ বলিঞ্জার। পাকিস্তান শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, ইউনুস খান, আসাদ শফিক, উমর আকমল, আবদুল রাজ্জাক, আবদুর রেহমান, সাঈদ আজমল, শোয়েব আখতার, উমর গুল, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির ও আহমেদ শেহজাদ। নিউজিল্যান্ড ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), হামিশ বেনেট, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, জেমি হাউ, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, কাইল মিলস, জ্যাকব ওরাম, জেসি রাইডার, টিম সাউদি, স্কট স্টাইরিস, রস টেলর, কেন উইলিয়ামসন ও লুক উডকক। শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা (অধিনায়ক ও উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, থিলান সামারাবীরা, চামারা সিলভা, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো, মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ। জিম্বাবুয়ে এলটন চিগুম্বুরা (অধিনায়ক), রেজিস চাকাভা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, শন আরভিন, গ্রেগরি ল্যাম্ব, শিঙ্গিরাই মাসাকাদজা, ক্রিস্টোফার এমপোফু, রেমন্ড প্রাইস, এডওয়ার্ড রাইনসফোর্ড, টাটেন্ডা টাইবু, ব্রেন্ডন টেলর, প্রসপার উতসেয়া ও শন উইলিয়ামস।

কেনিয়া জিমি কামান্ডে (অধিনায়ক), সেরেন ওয়াটার্স, অ্যালেক্স ওবান্ডা, ডেভিড ওবুইয়া, কলিন্স ওবুইয়া, স্টিভ টিকোলো, তন্ময় মিশ্র, রাকেপ প্যাটেল, মরিস ওউমা, টমাস ওডয়ো, নেহেমিয়া ওদিয়াম্বো, এলাইজা ওটিয়েনো, পিটার ওনগন্ডো, শেম এনগোচে ও জেমস এনগোচে। কানাডা আশিষ বাগাই (অধিনায়ক ও উইকেটকিপার), রিজওয়ান চিমা, হার্ভির বাইদান, নিতিশ কুমার, হিরাল প্যাটেল, টাইসন গর্ডন (বিকল্প হামজা তারিক), হেনরি ওসিন্ডে, জন ডেভিসন, রুবিন্দু গুনাসেকেরা, পার্থ দেশাই, কার্ল ওয়াটহাম, খুররম চোহান, জিমি হানসারা, জুবিন সুরকারি ও বালাজি রাও। গ্রুপ ‘বি’ বাংলাদেশ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও সোহরাওয়ার্দী শুভ। ভারত মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলি, ইউসুফ পাঠান, হরভজন সিং, প্রাভিন কুমার, জহির খান, আশিস নেহরা, মুনাফ প্যাটেল, পীযূষ চাওলা ও রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকা গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, ইয়োহান বোথা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, কলিন ইনগ্রাম, জ্যাক ক্যালিস, মরনে মরকেল, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, ডেল স্টেইন, ইমরান তাহির, লনওয়াবো সতসোবে ও মরনে ফন উইক।

ইংল্যান্ড অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, এউইন মরগান, কেভিন পিটারসেন, ম্যাট প্রিয়র, আজমল শেহজাদ, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, জোনাথন ট্রট, লুক রাইট ও মাইকেল ইয়ার্ডি। ওয়েস্ট ইন্ডিজ ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, রামনরেশ সারওয়ান, ডেভন স্মিথ, সুলিমান বেন, নিকিতা মিলার, কার্লটন বাফ, আন্দ্রে রাসেল, রবি রামপল, কেমার রোচ, শিবনারায়ণ চন্দরপল ও আড্রিয়ান বারাথ। আয়ারল্যান্ড উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), আন্দ্রে বোথা, অ্যালেক্স কুসাক, নিয়াল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, নাইজেল জোন্স, জন মুনি, বয়ড র‌্যাঙ্কিন, পল স্টার্লিং, অ্যালবার্ট ফন ডার মারউই, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু হোয়াইট ও এড জয়েস। হল্যান্ড পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি (উইকেটরক্ষক), মুদাসসর বুখারি, অ্যাটসে বুরমান, টম কুপার, টম ডি গ্রুথ, অ্যালেক্সেই কারভেজি, ব্র্যাডলি ক্রুগার, বার্নার্ড লুটস, আদিল রাজা, পিয়েটার সিলার, এরিক সোয়ারজিনস্কি, রায়ান টেন ডয়েসকেট, বেরেন্ড ওয়েসডিক ও বাস জাইডারেন্ট। @@@ পরিশেষে শুভ কামনা রইলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য.......
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.