আমাদের কথা খুঁজে নিন

   

প্লাস মাইনাস অপশন উঠাইয়া দিয়া ফেইসবুকের লাইক ব্যবস্থা চালুর প্রতিবাদে একটি আজাইরা ছবি ব্লগ

হাউকাউ পার্টি

বানিজ্যমেলা জায়গাটা যদিপ আমার তেমন একটা পছন্দ নহে, তথাপি প্রতিবৎসর উক্ত মেলা প্রঙ্গনে একাধিকবার গমন ঘটে। শৈশবে মা খালাদিগের সহিত যখন যাইতাম তখন ইরানী দোকান আর পাকিস্তানি দোকান ঘুরিয়া ঘুরিয়া পায়ে ফোস্কা ফেলিয়া, মুখ ব্যাদান করিয়া দিন শেষে হাওয়াই মিঠাই খাইতে খাইতে কয়েক গাছি চুড়ি কিনিয়া বাড়ি ফিরিতাম। মেঝ বেলায় যাওয়া হইতো বন্ধুদের সহিত, তখন উহাদের চাহিদা মোতাবেক ইউনিলিভার জাতীয় বড় বড় প্যাভিলিয়েন ঢু মারিতে হইতো, কারণ পণ্যের চাইতে বিক্রেতার প্রতি উহারা বেশি আকর্ষন বোধ করিত। তাই বড় বড় স্টলে ঘুরিয়া নীল লাল আইশ্যাডো মাখা সুসজ্জিতা বিক্রেতাদের দেখিয়া বেলা শেষে সেই কয়েকগাছি চুড়ি কিনায়া বাড়ি ফিরিতাম! এক্ষুনে বিবাহ হইবার পরে অবশ্যি অবস্থার কিঞ্চিত পরিবর্তণ হইয়াছে যাহা হউক সামহোয়াইনের পরিবর্তিত রেটিং ব্যবস্থায় প্লাস মাইনাস ব্যবস্থা উঠাইয়া ফেইসবুকের লাইক অপশন সংযুক্ত করায় অতিশয় আহলাদিত হইয়া ভাবিলাম সেই বানিজ্যমেলার কিছু ছবি শেয়ার করি না কেন, এর চাইতে ভাল কিছু আর দিতে উৎসাহ বোধ করিতেছিনা সুতারাং দেখিয়া লউন আমার চোখে এবারের মেলার কিছু ব্যাতিক্রমী প্যাভিলিয়নের ছবি, ইহারা সামহোয়ারইনে ফেইসবুকের লাইক অপশনের মতই চমকপ্রদ....................... আমার দৃষ্টিতে সবচাইতে সুন্দর প্যাভিলিয়ানটি হইলো 'শতরঞ্জি'। মাটির দেয়ালের ঘরে মাটির সড়া আর আয়নার কারুকাজ।

ছাদটা খড়ে ছাওয়া, ছাদের উপরে গ্রামীন ধাঁচে বানানো চমৎকার দু'টো ময়ুর। এছাড়া এদের সংগ্রহও অনেক ভাল, প্রতিবছরই এদের স্টলে একবার করে আমরা ঢু মারতম, এরা এবারই বড় পরিসরে স্টল দিয়েছে, আর দামও নাগালেরই মধ্যেই। এই স্টলটার আকৃতিটাই বলে দিচ্ছে কি কিনতে পাওয়া যাবে এখানে! মুঘল স্থাপত্যের আদলে ইন্ডিয়ার স্টল! বড়সর কতগুলো মাশরুম গজিয়েছে ব্যানারে, এত জীবন্ত করে বানিয়েছে কিভাবে!! পাকিস্তানী মূল প্যাভিলিয়ানের প্রবেশদ্বারটা সুন্দর হয়েছে! দারুন হাতিল, ভেতরে কি অবস্থা জানি না। স্টার শিপ তার নামের মর্ম বজায় রেখেছে! রংধনুর সাত স্তরের চাও খেয়ে নেয়া যাবে। মডেল অসাধারণ টোনাটুনি সব জায়গাতেই একই স্টাইলের স্টল বানায়, গেল বছর বইমেলাতেও এটাই দেখেছি।

এটা কি ওদের তৈরি করাই থাকে নাকি মুঘলদের এবার বেশ জয়জয়কার, টয়োটাও তাদের প্যাভিলিয়নের জন্য মুঘন স্থাপত্যই বেছে নিয়েছে! এই দোকানটা ব্যাতিক্রমী, সুন্দর সব শিক্ষামূলক খেলান পাওয় যায় বাচ্চাদের জন্য, সব কাঠের তৈরি। তবে দাম একটু বেশি হে হে হে হে, বলেন তো হাসলাম কেন? ছবির এইখানেই পরিসমাপ্তি, এইবার একটা কোটেশন........................... আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ফেইসবুকে লাইক মারার অপশনটা দেয়া হয়েছে দেখার সাথে সাথে আমি দাঁড়িয়ে পড়েছি এবং অনবরত হাততালি দিচ্ছি, সাথে দশ সেকেন্ড পরপর একটি করে স্যালুট। আমি অভিভূত, বিস্মিত তবুও উল্লাসের শেষ নেই, কত ঘণ্টা শ্রম ও মেধা খরচ করেই না আপনারা এমন যুগান্তকারী একটা পরিবর্তন আনলেন! অসাধারণ! আসলেই আমিও আগে ভেবে দেখতাম, এত হাজার নিক এখন সামুতে অথচ ফেইসবুকে এর অস্তিত্ব ও উপস্থিতির জানানটা জোরালো নয় কেনো? কিন্তু এই ব্লগের হর্তাকর্তারা উন্নততর মস্তিষ্কের অধিকারী বলেই কিনা সমাধানটা বেরিয়ে এল! এইবার যাবে কোথায়, ব্লগিং করলে সেইটা তোমার ফেইসবুকে প্রকাশ হতেই হবে। যাইহোক মডারেটরবৃন্দ, এই অধমরে এইবার ক্ষমা দ্যান, সে গত দেড় বছর ধরে বিভিন্ন অকেশনেই হাততালি ও স্যালুট দিচ্ছে আপনাদের প্রতি, এখন সে বড়ই কাহিল। এই ঘোড়ার ডিমের লাইক অপশন বাদ দেয়া হোক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।