আমাদের কথা খুঁজে নিন

   

জেমস বন্ড ০০৭ কেনো? ০০১, ০০২, ০০৩, ০০৪ বা ০০৯ না কেনো?

Speak no evil, hear no evil, see no evil.

আমরা সবাই কম বেশী জেমস বন্ড ০০৭ কে চিনি এবং তার মুভি দেখে পাগল হই। আমিও বন্ড পাগল এক ডিসকো বান্দর হঠাৎ আমার মনে হোলো জেমস বন্ড ০০৭ কেনো? ০০১ বা ০০২ না কেনো? আর এই ০০ এর মানেই বা কি? অনেক খুঁজে এর মর্মার্থ পেলাম! ইউ কে র গোয়েন্দা সংস্হা Her Majesty's Secret Service (MI 6) এর এজেন্টদের ব্যক্তিগত নম্বর থাকে। আমাদের সবারই থাকে, যেমন সার্ভিস নম্বর, রোল নম্বর ইত্যাদি। যাদের নম্বর এর আগে ০০ থাকে তারা হচ্ছে Licensed to Kill, মানে যে কোনো সময়ে তারা হত্যা করার জন্য অনুমোদিত! এখন আসি কেনো জেমস বন্ড ০০৭! ইয়ান ফ্লেমিং জেমস বন্ডের ১২ টা বই লিখেছেন। তার মৃত্যুর পর অন্যান্যরা এই সিরিজ লিখছেন।

এই উপন্যাস গুলোয় ০০১ থেকে ০১৩ পর্যন্ত এজেন্ট আছে যাদের সংক্ষিপ্ত পরিচয় নীচে দেয়া হোলো। এজেন্ট ০০১ (শুধু মাত্র বইয়ে উল্লেখিত, সিনেমায় নয়) - এডওয়ার্ড ডন। এজেন্ট ০০২ - বিল ফেয়ারব্যাংকস - থান্ডারবোল্ট সিনেমায় বৈরুতে নর্তকীর কোলে খুন হন ১৯৬৯ এ। এজেন্ট ০০৩ - জেসন ওয়াল্টার্স - সাইবেরিয়াতে রাশিয়ান গোপন মাইক্রোচিপ চুরি করে পালানোর সময় খুন হন। এজেন্ট ০০৪ - এইডান ফ্লেমিং - জিব্রালটার এ ভুয়া কেজিবি এজেন্ট এর হাতে খুন হন।

তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দেয়া হয়। এজেন্ট ০০৫ - স্টুয়ার্ট থমাস - চোখের সমস্যার জন্য উনি আর কাজ চলিয়ে যেতে পারেন নি এবং অনত্র বদলী হন। এজেন্ট ০০৬ - আ্যলেক ট্রেভেলিয়ান - এই এজেন্ট MI 6 এর বিরুদ্ধে কাজ করেন। কিন্তু পরে তার স্যাটেলাইট বেস ধ্বংস হলে খুন হন। এজেন্ট ০০৭ - জেমস বন্ড নিজেই! এজেন্ট ০০৮ - বিল টিমুথি - জেমস বন্ড এর রিপ্লেসমেন্ট।

বন্ড না থাকলে MI 6 একে দিয়ে কাজ করাবে! এজেন্ট ০০৯ - পিটার স্মিথ - অক্টোপুসি সিনেমায় মিশকা এবং গৃশকা নামের দুজন জমজ বোনের ছুরির আঘাতে বার্লিনে খুন হন। এজেন্ট ০০১০ - অচেনা এজেন্ট! এজেন্ট ০০১১ - সিন্গাপুরে হারিয়ে যাবার পরে তাকে খুজে পাওয়া যায় নি। এজেন্ট ০০১২ - স্যাম জনস্টন - এর সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। এজেন্ট ০০১৩ - ব্রাইয়নি থর্ন - একজন মহিলা এজেন্ট যাকে শুধু জেমস বন্ড কমিকেই দেখা গেছে। আপনি কোন বন্ড???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।