আমাদের কথা খুঁজে নিন

   

“যেমনি করে ভালবাসি আমার মা, সন্তান, প্রেমিকাকে ঠিক তেমনি করে ভালবাসি আমার দেশ, দেশের মাটি এবং মানবতাকে।"

নতুন নতুন ধারণার জম্ম দিতে চাই

গত বেশ কয়েকদিন ব্লগে ছিলাম না। গতকাল ব্লগে এসেই প্রেস ক্লাবের এক মানববন্ধন নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ কয়েকটি পোষ্ট দেখতে পাই। স্বাবাভিক আগ্রহ নিয়েই প্রবেশ করে দেখি- সেই চিরচেনা দৃশ্য। কিছু ব্লগার সীমান্তে ফেলানী হত্যার প্রতিবাদ স্বরুপ মানবন্ধন করতে চায়। কিন্তু তাদের সাথে একটি রাজনৈতিক দলের সর্ম্পক আছে বলে কিছু ব্লগার দাবী করে।

মানববন্ধনের যে ছবিগুলো ব্লগে দেখলাম, তার সাথে সেই ব্লগারদের দাবীর কোন মিল খুজে পেলাম না। সীমান্তে বি এস এফ শুধু ফেলানীকেই হত্যা করেনি, হত্যা করেছে মানবতাকে, এদেশের সার্বভৌমত্বকে। যার প্রতিবাদ খোদ ভারতীয়রাই করেছে। এমনকি ফেলানীর কাটাতারে ঝুলানো লাশ আমরা ভারতীয় আনন্দবাজার পএিকার মাধ্যমেই পেয়েছি। কিন্তু গতকালের ব্লগের এই ঘটনা আমাকে যারপর নাই মর্মাহত, ক্ষুদ্ধ এবং হতাশ করেছে।

সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে- ব্লগের এই ঘটনা আমারই এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগে ঘটেছে। । যা আমি কোনভাবেই মেনে নিতে পারছিনা। ব্লগারদের ব্যাপারে আমার কোন ক্ষোভ নেই। কারণ কোলকাতার অনেক ব্লগার এখানে ব্লগিং করে।

তারা এর প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এর সাথে এই দেশীই কিছু ব্লগার নিজেদেরকে তাদের সাথে মিশিয়ে একই সুরে মানববন্ধনকে হেয় করার চেষ্টা করেছেন। মানববন্ধনটি ছিল ফেলানীসহ অসংখ্য বাংলাদেশীকে হত্যার প্রতিবাদ স্বরুপ। এখানে পুরুষ-মহিলা, প্রতিবন্ধীসহ সকল বয়সের মানুষজন উপস্হিত ছিলেন, যা আমরা ব্লগেই দেখেছি। ফেলানী হত্যা, এটা কোন দলের ইস্যু নয়।

এটা জাতীয় ইস্যু। এই হত্যার প্রতিবাদ করা কোন দলের বিষয় নয় বরং জাতীয় বিষয়, অবশ্যই আন্তজার্তিক বিষয়। যার প্রমাণ স্বরুপ দেখি- কোলকাতায় এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। যে সকল ব্লগাররা গতকালের আয়োজকদের প্রতি আস্হা রাখতে পারেননি, তাদের উচিত ছিল- এই আয়োজনকে হেয় না করে, একই বিষয়ে অপর কোন বড় ধরনের প্রোগাম হাতে নিয়ে বাস্তবায়ন করা। কেননা মানববন্ধনের বিষয়টি ছিল- জাতীয় ইস্যু।

জাতীয় ইস্যুতে যত বেশী প্রোগাম হবে, ততই তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। (জাতীয় ইস্যুতে কারা আমাদের ঐক্য চায়না, একে বাধাগ্রস্ত করে- তাদের পরিচয়- আমি যেমন জানি, তেমনি আপনারাও জানেন। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।