আমাদের কথা খুঁজে নিন

   

সাইদির ফাঁসি অতঃপর মায়ের কান্না!

কয় দিন আম্মু হুঁশিয়ারি করছেন কোচিং থেকে সোজা বাসায় ফিরবি। পথে কারো সাথে রাজনৈতিক আলাপ করবিনা। দেরি হলেই মোবাইলের ব্যাটারি লো করতেন। কাল হঠাত্‌ জিজ্ঞেস করলেন এতো মারা মারি কেনো? আমি বললাম, আপনার প্রানপ্রিয় আল্লামা সাইদীকে ফাঁসির রায় দিয়েছে। এইতো শুরু, ওরে, আল্লাহ্‌ কোথায়? এই সরকারকে ধ্বংস কারেনা কেন্‌! আর ঘন ঘন চোখ মোচা...।

আমি বললাম, আল্লাহ কি এতো সহজে কুদরত দেখাবেন? যেখানে হাজার হাজার সাহাবি শহীদ হওয়ার পর ও প্রত্যক্ষ সাহায্য করেনাই। এখন তো মাত্র শত হলো। বান্দা নিজ ঈমানি শক্তি দিয়ে নিজের ধর্ম প্রতিষ্ঠা করুক আল্লাহ তাই চান। এবার হাউকাউ করে, হ্যাঁ, তাহলে দেশে কি মুসলিমের অভাব পড়ছে! তারা সবাই মিলে কেনো আন্দোলন করছেনা? আমি বললাম, আমিও তো মুসলিম। আমি যাই? এ! তুই ছাড়া আর বুঝি নাই? -তা আছে, সবার মা বাবা যদি আপনার মতো হয়, তবে আসলেই দেশে কোনো মুসলিম নাই।

এবার নিজের মেয়েলি স্বভাব সিদ্ধ কান্না... এ! আল্লাহ এভাবে তার প্রিয় বান্দার মির্তু মানবেনা। এই জাতির উপর গজব পড়বেই! এইসেই...। আমি বললাম, আরে থামুন! ফাঁসি হয়নাই। ফাঁসির আদেশ দিছে মাত্র। আরো অনেক ঝামেলা আছে।

এবার চোখ মুছে, আয় ভাত খেয়ে যা। :O ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.