আমাদের কথা খুঁজে নিন

   

মিতু নিধন, পর্ব-২



আমাদের মেডিসিন ইউনিট-৪ থেকে পিকনিকের মতো আয়োজন করা হয়েছে। সাহেব পার্ক থেকে আমরা নৌকায় চড়বো। রান্না বান্না সব করা আছে, নৌকাতেই খাবারের ব্যবস্থা। টিটু সার ছাড়া আমাদের ওয়ার্ড-এর সিনিয়র ভাই,নতুন পুরাতন ইন্টার্ন ডাক্তার প্রায় সবাই উপস্থিত। সাথে অতি অবশ্যই মিতু বদমাশ-টাও আছে।

তো খাওয়া দাওয়া শেষ হলে নৌকা একটা চড়ে লাগানো হলো। আমরা সবাই চড়ে নামলাম। ফটো সেশন চলতে লাগলো। আমি যথারিতি মিতু-কে খেপাতে লাগলাম। এর মধ্যে দূরে দেখলাম ২টা পিচ্চি ঘুরে বেড়াচ্ছে।

পড়নে কিছু নাই। আমি আরিফ-কে দেখিয়ে বললাম, 'আরিফ, ওই যে দুরে ২টা পিচ্চি দেখতেছিস না? এর মধ্যে সামনের পিচ্চিটার সাথে মিতুর ৪ মাসের অ্যাফেয়ার ছিলো। পরে ভেঙ্গে গেছে। মিতু তো খেপতেছে। আমরা হাটতে হাটতে পিচ্চি ২টার কাছে চলে আসলাম।

হঠাৎ আরিফ সামনের পিচ্চিটারে দেখে বললো, 'আরে, এইটা তো দেখি মেয়ে'। বলে আমার দিকে তাকালো। 'অ্যাফেয়ারটা তো ভাঙ্গলোই এই কারনে' আমি নির্বিকার চিত্তে জবাব দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।