আমাদের কথা খুঁজে নিন

   

মিতু নিধন, পর্ব-১



আমার তখন মেডিসিন ইউনিট-৪ তে ইন্টার্নি চলে। একদিন সকালে ওয়ার্ড-এর ডিউটি সেরে সবাই ইন্টার্ন রুমে বসে নাস্তা খাচ্ছিলাম। আমাদের সাথে ইফতার ভাই, বিনয় দা, কামাল ভাই, তৌফিক, সাদিয়া, মিতু সবাই ছিলো। এমন সময় মিহির ইন্টার্ন রুমে ঢুকলো। রুমে ঢুকে মিহির ওয়ার্ড বয় তোফাজ্জল-কে বললো, ' তোফাজ্জল, আজকে আমি চা খাবো না।

'শুনে মিতু বললো, 'তাহলে মিহিরের চা টা আমি খাবো। ' আমি সাথে সাথে বললাম ,' ছি ছি মিতু, এখন-ই মিহিরের চাটা খাওয়া শুরু করছো?' ততক্ষনে সবাই হাসিতে ভেঙ্গে পরেছে। বেচারা মিতুকে এইটা নিয়ে বেশ পচতে হয়েছে। কক্সবাজারে একদিন আমরা সবাই খাবার টেবিলে প্লেট নিয়ে বসে আছি খাবো বলে। আমি তখন মিহির-এর প্লেট-টা মিতুর দিকে এগিয়ে দিয়ে বললাম, ' মিতু খাও মিহির চেটে দিয়েছে।

' শুনে সবাই হাসতে হাসতে হাসতে শেষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।