আমাদের কথা খুঁজে নিন

   

Slow ভালবাসা

রোলেন

কয়েকদিন থেকে প্রেয়শীর বাবা তাকে ফোন ব্যবহার করতে দিচ্ছে না। খুব ঝামেলাতে দিন কাটাতে হচ্ছে দুইজনকেই। আজ এর নাম্বার থেকে কাল ওর নাম্বার থেকে কথা বলে দিনাতিপাত করতে হচ্ছে। যাই হোক বিশেষ বিবেচনায় ওর মা ওনার ফোনটা ব্যবহার করতে দিছেন তাও শুধু নেট এ যোগাযোগ করার জন্য। এমনিতেই গ্রামে নেটের অবস্থা খুব খারাপ।

তার উপর ফেইসবুকে chat করা ঝামেলার। তাই আর কি করা nimbuzz দিয়ে chat করা শুরু করলাম। আমি১০:১২): কেমন আছ? প্রেয়শী১০:১৫): এইত ভাল না, কী কর তুমি? আমি১০:১৯): বসে আছি, ভাল না কেন? প্রেয়শী১০:২৫): মাথা ব্যাথা, তুমি কেমন আছ? উত্তর দিতে দেরি কর কেন? আমি১০:২৯): নেট এ সমস্যা! তুমিও তো দেরি করে উত্তর দাও! ভাল আছি! ঔষধ খাও নাই? প্রেয়শী১০:৩৩): আমার ও তো একই সমস্যা লেখছি কিন্তু লেখা লোড নিতে দেরি করে। কপাল! আমি১০:৩৬): রোজা রাখলা? প্রেয়শী১০:৩৯): হু, তুমি? আমি১০:৪৩): হুম, তোমার বাবা কই? প্রেয়শী১০:৪৭): বসে আছে. বাড়ি যাবে কখন? আমি১০:৫০): এইত ১১টার পর! প্রেয়শী১০:৫৩): ফোন আম্মুকে দিতে হবে? ভাল থেকো টা টা!!! আমি১০:৫৬): ঠিক আছে. রাখলাম! ভাল থাইকো বাই বাই ফোনে এই কথা গুলো বলতে সময় আর কয় মিনিটই বা লাগত সর্বোচ্চ পাঁচ মিনিট। কিন্তু নেট ব্যবস্থা ভাল থাকলে কী এত সময় লাগত? সরাসরি দেখতাম কথা বলতাম কী আনন্দ কী আনন্দ।

যাই হোক ডিজিটাল দেশ, কপাল বলে কথা!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।