আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারকদের খপ্পরে এবার জলবায়ু বিজ্ঞানীরা

মাছরাঙা

প্রতারকরা ভুয়া কনফারেন্সের আমন্ত্রণ জানিয়ে জলবায়ু বিজ্ঞানীদের কাছ থেকে টাকা আদায় ও তাদের বৃত্তান্ত জানার প্রচেষ্টায় নেমেছে। বিজ্ঞানীদেরকে ইমেইলের মাধ্যমে এসব ভুয়া কনফারেন্সের আমন্ত্রণ জানানো হয়; প্রায়ই ক্ষেত্রেই কোন ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় যেখানে প্রকৃত কোন কনফারেন্সের ভাষা ব্যবহার করে সাইটটিকে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করা হয়। নামীদামী হোটেলের নাম ব্যবহার করে কনফারেন্সের ভেন্যু হিসেবে প্রায়ই লন্ডনকে বেছে নেয় তারা। এরকম কিছু হোটেল এর কর্মকর্তাগণ এসব অবাস্তব কনফারেন্সের ব্যপারে ফোন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এমনই একটি ওয়েবসাইটে “গ্লোবাল ওয়ার্মিং ভলান্টিয়ার গ্রুপ” নামে একটি সংস্থা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে একটি কনফারেন্সের বিজ্ঞাপন দিয়েছে যার আলোচনার বিষয় দেয়া হয়েছে “focus on the risks and opportunities posed to society by global warming and… promote the exchange of ideas and learning across globe” প্রায়ই কাছাকাছি ডিজাইন ও লেখা সম্বলিত আরও একটি ওয়েবসাইট এ (“ক্লাইমেট চেইঞ্জ ওয়ার্কিং গ্রুপ” কর্তৃক) কনফারেন্সের যে ঠিকানা দেয়া হয়েছে তা মূলত: উত্তর লন্ডনের একটি পোষা প্রাণীর দোকান।

যোগাযোগের জন্য যে নম্বর দেয়া হয়েছে তাতে ফোন করে ডঃ লুইস ক্লার্ক নামের যে ব্যক্তিকে পাওয়া গেছে সে নিজেকে “জলবায়ু পরিবর্তন বিষয়ে একজন এক্সপার্ট” বলে দাবী করেছে। সে অবশ্য আফ্রিকান-ইংরেজি একসেন্ট এ কথা বলছিল। বেশিরভাগ ক্ষেত্রে 0702 বা 0844 দিয়ে নম্বরগুলো শুরু হয়; উল্লেখ্য, এধরনের নম্বর গুলো প্রায়শ: অন্য গন্তব্যে রিডাইরেক্ট হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রকৃত কোন বিশিষ্ট বিজ্ঞানীর নাম ব্যবহার করেও ইমেইল করা হয়। যেমন জানুয়ারির শেষে অনুষ্ঠিতব্য তথাকথিত একটি কনফারেন্সের আমন্ত্রণে ক্রিস্টিয়ানা ফিগারেস এর নাম দেয়া হয়েছে যিনি প্রকৃত-ভাবে এক্সেকিউটিভ সেক্রেটারি হিসেবে UNFCCC (UN climate convention) এ কর্মরত।

প্রতারণার ব্যপ্তি ছোট বড় সব পর্যায়ে ছড়িয়ে গেছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে উচ্চপর্যায়ের গবেষক, বিজ্ঞানী কেউই এর থেকে মুক্ত নয়। সময়ের সাথে সাথে প্রতারণার কৌশলও বদলে যাচ্ছে। যদিও এর ধরন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন। চোখ কান খোলা রাখুন এবং সব ধরনের প্রতারণা এড়িয়ে চলুন।

সূত্র: বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.