আমাদের কথা খুঁজে নিন

   

অসত্‍ নাস্তিকতা

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। যে কোন সুচিন্তিত ও সততা থেকে উত্‍সারিত মতকে আমি শ্রদ্ধা করি, যদিও হয়তো সব মতকে সমর্থন করি না। যেমন- নাস্তিকতার অনেক pioneerএর প্রতি ও তাঁদের মতের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, যদিও হয়তো সমর্থন নেই। original pioneer নাস্তিকদের অধিকাংশই মেধাবী ও সত্‍, প্রচুর অধ্যয়ন করেছেন এবং তাঁরা তাঁদের বক্তব্যকে যুক্তির মাধ্যমে প্রকাশের চেষ্টা করেছেন। তবে নাস্তিকতার মান ডোবাচ্ছে 'হুজুগে নাস্তিক'রা (বর্তমানের অধিকাংশই এই শ্রেণীর), যারা pioneer নাস্তিকদের খ্যাতি দেখে লোভাতুর হয়ে পড়েছে। যথেষ্ট মেধা, অধ্যয়ন ও চিন্তা ছাড়াই কেবল হুজুগে পড়ে ও খ্যাতির বাসনায় ওপথ বেছে নিয়েছে। তাদের একমাত্র অবলম্বন- নেতিবাচকতা, নীতি- বেয়াদবি, লক্ষ্য- নাম ফাটানো। থলিতে জ্ঞান নেই, কথায় নেই যুক্তি। খুব কৌতুককর জিনিস হয়ে উঠছে তারা এবং নাস্তিকতার ভাবমূর্তির ১২টা বাজাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।