মঙ্গলবার চৌমুহনী পৌরসভা নির্বাচন শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মামুনুর রশিদ কিরন ১৪ হাজার ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত জুলফিকার আলী ভুট্রো পেয়েছেন ৯ হাজার ৭৩৭ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মন্জুরুল আজিম সুমন পেয়েছেন ৪ হাজার ০১ , জাতিয় পাটির এবিএম ইউছুপ পেয়েছেন ২ হাজার ৯১,মাসুম রেজা পেয়েছেন ৭৩ ভোট।
সংরক্ষিত(নারী আসন) ০১ ওর্য়াডে ৫ হাজার ২২৭ভোট পেয়ে নির্বাচিত হন বিলকিছ নাহার, তার নিকটতম প্রতিদ্বদ্ধি পেয়েছেন ২ হাজার ৪১২ ভোট।
০২ওর্য়াডে ৫ হাজার ৭০৫ ভোট পেয়ে আসমা আলী নির্বাচিত হন, তার নিকটতম আয়েশা আক্তার পেয়েছেন ২ হাজার ৪১০ ভোট। ০৩ ওর্য়াডে ২ হাজার ৪৩৭ ভোটে নির্বাচিত হন আমেনা বেগম, তার নিকটতম পেয়েছেন ২ হাজার ১০৩ নুরের সাফা লাকি।
সাধারন ওর্য়াড ০১ মোঃ দেলোযার হোসেন ১ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম নুরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৮৬। ০২ ওয়ার্ডে মোঃ ইসমাইল হোসেন ১ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম মিয়া লুৎফি হোসাইন পেয়েছেন ৮৫৬ ভোট। ০৩ ওর্য়াডে বাহার উল্যাহ ১ হাজার ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম মোঃ খোরশেদ আলম পেয়েছেন ১ হাজর ৪০৬ ভোট।
০৪ ওর্য়াডে মনসুর আহাম্মদ রিপন ২ হাজর ১৬৩ ভোট পেয়ে পূননির্বাচিত হন, তার নিকটতম মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ২১৫ ভোট। ০৫ ওর্য়াডে মোঃ আনোয়ার হোসেন ১ হাজার ৪৯৩ ভোট পেয়ে পূননির্বাচিত হন, তার নিকটতম পেয়েছেন মোহাম্মদ সামছুদ্দিন ৭৯৪ ভোট। ০৬ ওর্য়াডে খোকন ঘোষ ২ হাজার ২০ ভোট পেয়ে পূন নির্বাচিত হন, তার নিকটতম পেয়েছেন আমিন উল্যাহ ৮১০ ভোট। ০৭ ওর্য়াডে সাহাব উল্ল্যাহ কাজল ১হাজার ২৯৮ ভোট পেয়ে পূননির্বাচিত হন, তার নিকটতম পেয়েছেন ১ হাজার ২২২ ভোট। ০৮ ওয়ার্ডে আবুল কালাম আজাদ ১ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম পেয়েছেন মাইন উদ্দিন লিঠন ৮৩০ ভোট।
এবং ০৯ ওর্য়াডে সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মোঃ বাচ্চু মিয়া ১ হাজর ২৩২ ভোট পেয়ে পূন নির্বাচিত হন, তার নিকটতম আবদুর রব বাচ্চু পেয়েছেন ৭৮০ ভোট ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।