আমাদের কথা খুঁজে নিন

   

মহাজোটের শোচনীয় পরাজয়- সাত বিভাগের পৌর নির্বাচন: চারদলীয় জোট ১১১, মহাজোট ১০২ ভোটের হিসেবে চারদলীয় জোট মহাজোটের চাইতে ৫ লক্ষাধিক ভোট বেশি পেয়েছে।



সাত বিভাগের পৌর নির্বাচন: চারদলীয় জোট ১১১, মহাজোট ১০২ ভোটের হিসেবে চারদলীয় জোট মহাজোটের চাইতে ৫ লক্ষাধিক ভোট বেশি পেয়েছে। রংপুর, রাজশাহী,খুলনা, বরিশাল - চারদলীয় জোট ৫৮, মহাজোট ৫৩ ঢাকা - চারদলীয় জোট ২৬, মহাজোট ২৮ সিলেট+চট্টগ্রাম- চারদলীয় জোট ২৭, মহাজোট ২১ সর্বমোট - চারদলীয় জোট ১১১, মহাজোট ১০২ তবে এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দলীয় সমর্থন ছাড়া বিদ্রোহী প্রার্থী হয়েও প্রধান দু’দলের ১৯ জন মেয়র নির্বাচিত হয়েছেন। তারা জয়ের মুকুট নিয়ে দলে ফের শক্ত স্থান করে নেবেন বলেই ধারণা করা হচ্ছে। দেশের আড়াই শতাধিক মেয়াদোত্তীর্ণ পৌরসভার প্রায় সবগুলোতে মেয়র নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। এর মধ্যে দলগত হিসাবে প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিত মেয়রের সংখ্যা ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে ৯টি বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।