আমাদের কথা খুঁজে নিন

   

লেখকের ভুলের কারনে তরুনদের মানববন্ধনকে জামাত-শিবিরের বলে আখ্যাদানকারী ওঙ্কারের ব্যান চাই।



এটা কি ধরনের কথা হলো। স্টিকি পোস্ট লেখক তায়েফের ভুলে বা না জানার কারনে একটা সামান্য মিসটেকের কারনে তরুনদের গড়ে উঠা শান্তিপুর্ন সামাজিক আন্দোলনকে জামাত শিবিরের বলে চালিয়ে দিয়ে তরনদের মাঝে বিভক্তি ছড়ানো ব্লগার ওঙ্কারের দেয়া পোস্ট অবিলম্বে সড়িয়ে দিয়ে তাকে ব্যান করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। যেখানে সামু আমাদের এই সামাজিক আন্দোলনকে পুর্ন সমর্থন জানিয়েছে সেখানে তার একজন ব্লগারের এমন উদ্ধত্যপুর্ন আর দুরভিসন্ধিমুলক পোস্ট এতক্ষন কিভাবে থাকে সেটাও আমাদের কাছে অবাক লাগছে। সাথে সাথে এটা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের মানববন্ধন ইন্ডিয়া বিরোধী কিছু নয়। আমরা বারবার ইন্ডিয়ার বন্ধু হতে গিয়ে প্রত্যাক্ষ্যাত হচ্ছি।

এছাড়া দেশপ্রেম কোন সস্তা রাজনৈতিক গন্ডীতে সীমাবদ্ধ থাকতে পারেনা। আর এজন্যেই আমাদের সংগঠিত এই আন্দোলন সরকার বিরুদ্ধে আন্দোলন না হয়ে সরকার সহায়ক আন্দোলন হবে বলে আশা করি। অট: তায়েফের সাথে কথা হলো। নতুন অফিসের পুরো ইন্জিনিয়ারিং সাইটের দায়িত্ব পালন করতে গিয়ে গত ৫ দিন বেচারা রাত ১২ টার আগে বাসায় পৌছতে পারছেননা। আজকেও একই অবস্থা।

তিনিও প্রতিবাদ জানিয়েছে ওঙ্কারের বক্তব্য নিয়ে। তিনি বলেছেন উনার ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের সুত্র ধরে একেবারে বিভিন্ন মত-পথ থেকে আসা তরুনদের এই সামাজিক আন্দোলনকে রাজনৈতিক সম্পৃত্ততায় আনার পিছনে ওঙ্কারের কি উদ্ধেশ্য থাকতে পারে তা তার বোধগম্য নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।