আমাদের কথা খুঁজে নিন

   

আবদুল হাইয়ের লেখায় ঠিক ছিল!!

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা দেশের শীর্ষস্থানীয় পত্রিকার জরিপ!! জরিপ নিয়ে চলছে স্টাটার্স ঝড়। সারাদিনই চলছে ওই ঝড়। বির্তকিত নাকি সর্তকিত সেই বিষয়ে আপাতত আলোচনা করছি না। সেই আলোচনা করার অধিকার আমার নেই। মানুষ ভুলের উদ্ধে নয়।

সারাদেশের মানুষ যখন একই কাতারে দাঁড়িয়ে ঠিক সেই মুহুর্তে পত্রিকাটির জরিপ দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা ভাবণার বিষয়। কিংবা এই মুহুর্তে জরিপটির প্রয়োজনীয়তাই বা কতখানি সেইটা বিজ্ঞজনরাই ভাল বলতে পারবেন। তত্ববধায়ক ইস্যু ব্যতিত অন্যন্য জরিপের ফলের প্রস্ফুটন সন্দহতীতভাবে প্রয়োজনীয়। ২০০৭ সালের সেনাবাহিনী নিয়ে কিছুটা বির্তকিত ছিল বলে পরবর্তীতে বিভিন্ন লেখায় সেই তথ্য পেয়েছি। সেনা-শাসক সরকারের প্রতি পরোক্ষ সমর্থন, আলপিনের কাটুন, হাসিনা সরকারের সমর্থন(ক্ষীণপ্রায়), হাসনাত আবদুল হাইয়ের গণজাগরণ বিতর্ক শুধু আলোচনার কেন্দ্রবিন্দু নয়।

আজকের যে জরিপ প্রকাশ হলো তাতে কি এটা প্রমাণিত হলো না যে,, আব্দুল হাইয়ের লেখাটি যথার্থ ছিল!! একই সুতায় গাঁথা। পরে ক্ষমা না চাইলেও হতো। একের পর এক বিতর্কিত বিষয় তুলে আনায় সচেতন নাগরিকের সমর্থন পাওয়া থেকে দূরে থাকছে ওই পত্রিকাটি। হ্যা মানছি শীর্ষ পর্যায়ে থাকতে গেলে কিছুটা ভূল ভ্রান্তি হতে পারেই সেটা দোষের কিছু নয়। তাই বলে সিংহভাগ মানুষের অনুভুতিতে আঘাত হেনে সহিংসুতাকে উস্কে দেয়া কতটা সমীচীন হবে তা প্র.আ কর্তা ব্যক্তিরাই ভাল বলতে পারবেন।

স্ব-স্লোগানটি মরিচাময় না করায় শ্রেয়। আব আমরা চাই পত্রিকাটি তার শীর্ষস্থান ধরে রাখুক। ধরে রাখুক মানুষের ভালবাসা। আজকের যে জরিপ প্রকাশিত হয়েছে সেই জরিপের ৬৫ শতাংশ মানুষ জামায়াত নিষিদ্ধের বিপক্ষে। তাহলে ধরে নেব এই দেশ স্বাধীনতা বিরোধী শক্তিদের দেশ।

এই দেশে কি নয় মাস যুদ্ধ হয়েছে?? এই দেশ মুক্তিযুদ্ধের সতির্ত হারাতে বসেছে!! পরাধীন শক্তির কাছে আবার ত্রিশ লক্ষ শহীদের রক্ত পদদলিত হতে শুরু করেছে। আচ্ছা জরিপগুলো কি অঞ্চল ভিত্তিক হয়েছিল? যেমন **তত্ববধায়ক ব্যবস্থা থাকবে কি না সেই জরিপের জন্য বগুড়াবাসীর ** জামায়াত নিষিদ্ধ হবে কি না সেই বিষয়ে হাটহাজারি, ফটিকছড়ি, সীতাকুণ্ড কিংবা রাজশাহী জেলায় ** গণজাগরণ মঞ্চ নিয়ে বাঁশেরকেল্লাবাসীর আর যদি তাই হবে মঞ্জুরুল হকে (http://www.orquest-bangladesh.com) পরবর্তীতে কোন জরিপের জন্য নিম্নাক্ত অঞ্চলের জরিপ চালায় ** তত্ববধায়ক সরকার থাকবে কি না এবং আ’লীগ সরকারের জনপ্রিয়তা কেমন সেই বিষয়ে গোপালগঞ্জবাসীর মতামত **গণজাগরণ মঞ্চ বিষয়ে ঢাকাবাসীর **জামায়াত নিষিদ্ধ হবে না বৈধ হবে সেই বিষয়ে জানার জন্য ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে এর ফলাফল কি শীর্ষস্থানীয় ওই পত্রিকাটি ছাপবে?? মরীচিকাময় পথে না গিয়ে জনগণের আশা-আকাংক্ষার প্রতিফলণ ঘটালে খুশি হতাম। কোন ব্যক্তি বা গোষ্টি কেন্দ্রিক মতামত নিয়ে মানুষের মনে সন্দেহের উল্লাস মেনে নিতে বড় কষ্ট হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.