আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিপে-টু-ইউ নিয়ে সতর্ক করলো সরকার (সাবধান)

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

'মাল্টি লেভেল মার্কেটিং' সংস্থা ইউনিপে-টু-ইউ মিথ্যা প্রচারণার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, ওই প্রতিষ্ঠানটি বিভিন্ন নেতাদের নামে এসএমএস পাঠিয়ে মানুষকে বিনিয়োগের আহ্বান জানাচ্ছে। তাদের বিজ্ঞাপনী প্রচারে বলা হচ্ছে- "ইউনিপে-টু-ইউতে টাকা রাখুন। ১০ মাসে ১ লাখে দুই লাখ টাকা লাভ করুন, ডিজিটাল বাংলাদেশ গড়–ন। " এই 'ভুয়া' প্রচারণার বিষয়টি সরকারের নজরে এসেছে উল্লেখ করে তথ্য বিবরণীতে বলা হয়, " এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। " ইউনিপে-টু-ইউর 'চটকদার' প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিয়োগকারী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই তথ্য বিবরণীতে। এর আগে ৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সতর্ক করে বলা হয়, এমএলএম ব্যবসায় কিছু প্রতিষ্ঠান উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগে প্রতারিত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। ওইদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, ইউনিপে-টু-ইউর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরদিন বাণিজ্যমন্ত্রী ফারুক খান এক সংবাদ সম্মেলনে বলেন, এমএলএম ব্যবসার বিষয়ে শিগগিরই নীতিমালা চূড়ান্ত করবে সরকার। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৭০টি এমএলএম কোম্পানি রয়েছে। সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।