আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে এ জন্যেই কি ডেসটেনির বড় ভাই ইউনিপেটুইউ কে থামানো হচ্ছেনা??

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।

কার্ল মার্কস বলেছেন: প্রথমত এর লায়ন শেয়ার সজিব ওয়াজেদ জয়ের। শেখ সেলিমের ও শেয়ার আছে। গত ২৯/৯/১০ তারিখে জাহাঙ্গির কবির নানক ৭ কোটি টাকা এতে বিনিয়োগ করেছেন। চট্টগ্রামের এক ব্রিকফিল্ড ব্যবসায়ী তার ফিল্ড বিক্রয় করে নেট ২ কোটি টাকা এখানে বিনিয়োগ করে।

আশা করি অনেকেই উষ্ঠা খাবে। সরকার এ ডাকাতির সাথে জাড়িত। বাংলাদেশ ব্যাংক গালে তুলা , চেখে ঠুলি দিয়ে আছে। আমার তথ্যগুলো যাচাই যোগ্য। পাপতাড়ুয়া বলেছেন: ক্যাম্পাসে রীতিমত ব্যানার ঝুলিয়ে ব্যবসায় নেমেছে কিছু লীডার ছাত্র! হয়তো সেসনাল করে একটু বসলাম আড্ডার আসায়,সোনা টাকা একুশ হাজার ইউনিপে লাখপতি ছাড়া কোন কথাই যেন নাই।

একজন অফার দিলো। কইলাম,ইনকাম ক্যামনে? কইলো,সোনা ব্যবসা। অবাক আমি। বাংলাদেশে সোনার খনি কই পাইলি? কয়,বিদেশে। আমি আরো অবাক।

ডেসটিনি ত দেশের মধ্যে গাছ লাগাইতেছে। এরা দেশের টাকা বিদেশে খাটাইতাসে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.