আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাঙ্গালি,আপনি???



Rock,metal,heavy metal...etc টাইপের কিছু English গান ই শুধু শুনতাম আগে । তাও সে প্রায় আজ থেকে ৫-৬ বৎসর আগের কথা । এখন তার সাথে যোগ হয়েছে রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত(তবে বাংলা পুরানো দিনের গান ই শোনা হয় বেশী) । আরো আছে পুরানো দিনের সেই শক্তিমান শিল্পীদের গান । নিজের দিকে তাকালে অবাকই হই আমি ।

নিজের দেশের সংস্কৃতিকে তো প্রায় ভুলেই বসতে যাচ্ছিলাম । আমার এই পরিব্র্তনের পিছনে সব অবদান ই হচ্ছে UODA চারুকলা বিভাগের কিছু বন্ধু,ভাইদের । তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন.....। আসলে আমাদের সংস্কৃতিকে যে মানুষ মন দিয়ে উপলদ্বি করার চেষ্টা করেছ ,তার এ সংস্কৃতিকে ভাল না লেগে উপায় নেই ...। আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য ।

যদি কখনো বিশ্বের সামনে এটাকে প্রকাশ করার সুযোগ আসে,আমরা যেন সেই সুযোগটাকে হেলায় যেতে না দিই...। আমি বাঙ্গালি,আমি বাঙ্গালি হিসেবে নিজেকে পরিচয় দিতে গরব( proud feel)বোধ করি.. আপনি কি করেন ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.