আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাঙ্গালি....

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

সূর্য স্বাক্ষি স্বাক্ষি চন্দ্র তারা স্বাক্ষি মহাকাল বিস্তৃর্ণ সবুজ মাঠ,সাত সাগর তের নদী গাও গ্রামের মেঠোপথ পীচ ঢালা শহুরে জীবন জল রাশির তরঙ্গের খেলা আঘাতে জর্জরিত নদীর পাড় ভর পূর্ণিমার রাত,অমাবশ্যার ঘুট ঘুটে অন্ধকার ঝি ঝি পোকার শব্দ রাত্রি নিশিতে জেগে থাকা মায়াবিনীর চোখ । স্বাক্ষি বুকের ভিতর হৃদপিন্ড শরীরের মাংশ পেশি,মস্তিস্ক,কর্ণ নাসিকা,চক্ষু শিবির প্রবাহিত রক্তের স্রোত ধারা স্বাক্ষি আত্নসম্মানবোধ স্বাক্ষি পৃথিবীর সব অলি গলি আমি বাঙ্গালী আমি বাংলাদেশী বাংলাতেই মরি আমি বাংলায় বাঁচি । বাংলার হাতে রেখেছি হাত চলেছি পথ তারই হাত ধরে আমি বাঙ্গালী বাংলা আমার ভাষা মাথা উঁচু করে বলি বিশ্ব দরবারে । বাংলায় আমার নিঃশ্বাস বাংলাতেই গড়ি আমার বিশ্বাস স্বদেশী ভাষা ছেড়ে ভিন দেশী ভাষা ধরে বাঙ্গালী সাজে সেজে মজে ভিন দেশী কালচারে মানুষ না বলে পশু বলো তারে । বাংলার বুকে বাঁচি সুখে দুঃখে বাংলায় ধরেছি হাল তুলেছি নোঙর ছেড়েছি পাল পারি দেবো মহাকাল ।

বাংলার ধূলো মাথায় তুলে হেটেতেছি পথ পৃথিবীর পথে স্বাক্ষি থেকো চন্দ্র গ্রহ তারা বাংলায় যেন হয় আমার বাঁচা মরা । এ বাংলার রূপ রস গন্ধে ছন্দে আনন্দে ছড়িয়েছে সূধা ভরেছে অন্তর মিটেছে ক্ষুধা । বাংলায় সেজেছি বাংলায় বেঁধেছি বিধি তোমায় দেয়া ঘর এমন করে মমতায় ভরে গড়েছো হে বিধাত্রী তুমি দুনিয়ার শ্রেষ্ঠ কারিগর । মরি যদি সে ও ভালো জনম আমার চলেই গেলো পদ্মা মেঘনা যুমনার চর স্বাক্ষি দিয়ো জীবন ভর আমি যে বাঙ্গালি..........। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.