আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট মার্টিন : ছবি ব্লগ -২

ব্যস্ত হাতুড়ে !!! "টাইম কম, সিরিয়াল বিরাট! কাজেই কথা তাড়াতাড়ি শেষ করেন" "মডুদের কাছ থেকে ভিজিট নেওয়া হয় না"

সাগর নিয়ে আমার ফ্যাসিনেশন কম, ছোটবেলায় যেখানে বড় হয়েছি সেখান থেকে বিচ মাত্র ২০ মিনিট লাগত রিক্সায় যেতে, সাইকেল দিয়েও চলে যেতাম...পারকী বিচ, ঝাউবনের মাঝ দিয়ে রাস্তা!সাদা বালিতে গিয়ে সেই রাস্তা শেষ হয়েছে, অসাধারণ... সাগরের পানিতে বৃষ্টি , জ্যোৎস্না সব দেখার সৌভাগ্য হয়েছে... মনে করতাম সব দেখা শেষ কিন্তু না। সেন্ট মার্টিন গিয়ে আমার সাগরের সৌন্দর্যের প্রতি নতুন ধারণা তৈরি হয়েছে। এখানে দেয়া ছবির বেশির ভাগই ছেঁড়াদ্বীপের। যারা আগের পর্বটাও দেখতে চান তারা সেন্ট মার্টিনঃ ছবিব্লগ-১ থেকে ঘুরে আসতে পারেন। এটা সেন্ট মার্টিনেই তোলা ভাটার সময় পানি নেমে গেছে অনেকখানি,ভেজা বালিতে খেলছে আলো আক্ষরিক অর্থেই নীল সমুদ্র! (কোনো এডিটিং করি নাই ) আন্ডারওয়াটার ফটোশ্যুট !!! ছেঁড়া দ্বীপে শুঁটকী শুকানোর দৃশ্য ঝোপগুলো অসাধারণ সুন্দর এটা খুব সম্ভবত জোয়ারের সময় দ্বীপের অবস্থান বা পানির উচ্চতা বোঝার জন্য, পাশে দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের লাম্বুরাম (৬ফিট ৪ ইঞ্চি) !! এটা সেই মাথাওয়ালা আজব প্রবাল ! (খানিকটা এডিটেড) লাল গেঞ্জি পরা "বিশিষ্ট লুল" বন্ধুটি একটু আগেই আমাদের না জানিয়ে একা একা RJ নওশীন এর সাথে ছবি তুলে এসেছে! খবরটা ফাঁস হওয়ার পরবর্তী দৃশ্য ! দিল চাহতা হ্যায়! (এডিটেড বান্দরামী !)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।