আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট থমাস একুইনাস

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

সেন্ট থমাস একুইনাস। ইতালীর একজন বিখ্যাত দার্শনিক। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম বুদ্ধিবাদী দার্শনিক, ভাববাদী, নীতিশাস্ত্রবিদ, রাজনীতিবিশারদ। অন্যদিকে রোমান ক্যাথলিক চার্চের পাদ্রি।

http://www.biplobiderkotha.comView this link অর্থনীতির চিন্তায় তাঁর অবদান রয়েছে। নীতি ও ন্যায্যতা সম্বন্ধীয় অর্থনৈতিক তত্ত্ব প্রদান করেন। ন্যায্য দামের ধারণা নিয়েও তিনি কাজ করেছেন। ন্যায্য দামের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে তিনি সেই বেঁধে দেওয়া অথবা বাজারদরকে নির্দেশ করেন, যা দিয়ে উৎপাদন খরচ উঠে আসে। একই সঙ্গে বিক্রেতাদের দাম বাড়ানোকে অনৈতিক মনে করতেন তিনি।

কারণ বিক্রেতারা দাম বাড়ালে ক্রেতার ওপর চাপ বাড়ে। সেন্ট থমাস একুইনাসের জন্ম ১২২৫ সালে। ইতালীর নাপোলীতে। ধর্মীয়শিক্ষা শেষ করে তিনি নাপোলী বিশ্ববিদ্যালয়ে দর্শনের ওপর পড়াশুনা করেন। একুইনাসের মতে ঈশ্বর পরিপূর্ণতার জন্য প্রচেষ্টাই মানুষের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য বা মুক্তি বয়ে আনে।

গ্রীক দার্শনিক এরিস্টটলের মত তিনিও বিশ্বাস করতেন যে, প্রত্যেক মানুষের ভেতরে এমন এক শক্তি আছে যা তাকে আধ্যাত্মিক পূর্ণতায় পৌঁছে দিতে পারে। একুইনাসের মতে বিজ্ঞান ও এলাহীয়াত বা ঐশী বিষয়ের মধ্যে কোনো বৈপরীত্য বা সংঘাত নেই। কারণ, এ দুই-ই বাস্তবতা বা সত্য উদঘাটনের জন্য কাজ করে। একুইনাসের এসব মতের কারণে ইউরোপে বিজ্ঞান চর্চার পথ উন্মুক্ত হয়। মধ্যযুগের গীর্জা বিজ্ঞান চর্চাকে ধর্ম বিরোধী কাজ বলে মনে করতো।

থমাস একুইনাসের মতবাদ চার শতক পর্যন্ত ইউরোপের ধর্মীয় ও বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠানে সরকারীভাবে পড়ানো হত। এখনও তা ক্যাথলিক চিন্তাবিদরা তা শ্রদ্ধাভরে স্মরণ করেন। ইতালীর বিখ্যাত দার্শনিক থমাস সেন্ট একুইনাস ১২৭৪ সালের ৭মার্চ মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।