আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলা একাডেমীর পিঠা উৎসবে গেছিলাম পিঠা খাইতে!

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

একটু আগে দেয়া একটি পোস্টে ব্লগার 'কালবেলার অকাল ভাবনা'র মাধ্যমে জানতে পারলাম ঢাকার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে পিঠা উৎসব হচ্ছে। সন্ধ্যার দিকে অফিস থেকে বেরিয়ে রওনা হলাম সেগুনবাগিচার দিকে। পৌঁছে দেখি একাডেমী প্রাঙ্গণের একপাশ ঘিরে চলছে দারুণ পিঠা উৎসব! একাডেমীর মঞ্চে লোকসঙ্গীত গাইছিলেন বিভিন্ন শিল্পী। আমার উদ্দেশ্য ছিল দুটি- পিঠা খাওয়া এবং ঘুরে ঘুরে পিঠা বিভিন্ন ধরণের পিঠা সংগ্রহ করা। যে পিঠাগুলো বাসায় খাওয়া হয় সেগুলো খাইনি, কিনিওনি, যেমন- ভাপা পিঠা, তেলপিঠা, ডিম চিতই, দুধ চিতই, পাটিসাপটা ইত্যাদি। বাসায় নিয়ে এসে বউকে বললাম পিঠাগুলো সাজাতে! তারপর বাবা-মা, বউ ও বোনকে সাথে নিয়ে মজা করে খেলাম! আফসোস শুধু আমার পিচ্চিটাকে নিয়ে- ওর বয়স মাত্র ১০ মাস কিনা? [পোস্টটি উৎসর্গ করলাম প্রিয় 'অলস ছেলে' ভাইকে (কাটা ঘায়ে নুনের ছিটা! )]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.