আমাদের কথা খুঁজে নিন

   

ভূতের শিল্পকলা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভূতের শিল্পকলা শাফিক আফতাব............. কেমন অদ্ভূত ভূত !__তুমি দূরে আছো বলা যায় নিরাপদ দূরত্বে __এদিকে আমি গলছি __ কোন্ ভূত আমাতে চেপে বসলো__ আমি গলছি __ পাগলের মতোন তোমার চোখের তারায় চেয়ে অাছি। তুমি পাশে এলে ভূত আসে পাঁজরের ভিতর কুত কুত লাগে__কানে কানে কথা বলে দখিন বাতাস বাতাসও করে তাহলে ফুসফাস ? গাছের পাতারাও ঠুসঠাস করে__মর্মরিত এক ব্যঞ্জনায় __ আমাকে বলতে বলে, বল : ভালোবাসি, ভালোবাসি,__ কাছে আসি ? তুমি পাশে এলে আমি হই ফুটন্ত বিশুদ্ধ জল, নাতিশীতোষ্ণ জলের ধারায় সুবাসের ধারা, তুমি স্পর্শ করতেই রক্তে টগবগ__ফুটে যায় হৃদয়ের ফোয়ারা__ অন্তর্গত নদী বয়ে যায় কালনিরবধি কলকল।

তুমি পাশে আসলে পাগল ভূত আমাকে ভোলায়, শিল্পকলায়। ২১.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।