আমাদের কথা খুঁজে নিন

   

জড়ের জীবন



জড়ের ভেতর থেকে উঠে আসা জীবিতের ক্রন্দন অনিচ্ছুক আমাকে ঠেলে দিল জীবনের দিকে অথচ জীবন ছিল ঠুনকো, ভঙ্গুর অনেকগুলো কাচ; পোড়ামাটির আয়না। জীবনের যে ঢলঢলে দিক প্রাণিত স্রোতের মতো ইতিহাসকে এ অবধি নিয়ে এসেছে তারও কিছু উল্টো প্রতিবিম্ব আছে কিছু খাই, রক্তপাত ও তছনছ আছে গিলোটিনে পেতে দেয়া অসঙখ্য মানুষিক মুণ্ডু আছে। তবু কোথা থেকে এক আলাদা ক্রন্দন প্রাণপঙ্ককে নাড়িয়ে এক অনন্য জীবনের দিকে ধেয়ে যায় ভঙ্গুর অনেকগুলো কাচই অবশেষে জোড়াতালিময় একটি জীবন হয়ে ওঠে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।