আমাদের কথা খুঁজে নিন

   

দেহে প্রাণ আছে তবু যেন মনে হয় আমি জড়ের প্রতিম

-= শাফিক আফতাব -------------= প্রিয় সময় আর আপনজন দূরে চলে যায় একে একে, খালি খালি লাগে অস্থির মনে; কোথায় যেন পালাই ; কত চরাই উৎরাই পেরিয়ে এলাম কত পথ এঁেকবেঁকে, কত গান, আর কত কবিতা, কত যে বাজালাম সানাই। রোদে পুড়ে জলে ভিজে দেহের চামড়ায় শ্যাওলা ; কত দুঃখ বেদনার জল পান করে হলাম সর্বাংসহা ; সুখ আর দুঃখকে মনে হয় সমর্থক শব্দের ডালপালা ; সবকিছুতেই যেন আজ কেমন ছন্নছাড়া ভাব, অনীহা। অবশেষে তুমি এসেছিলে কাছে আপন হবে বলে আমার ; তুমিও দিলে ফুলবল টিমের সেরা খেলোয়াড়ের গোল ; চেয়ে দেখা ছাড়া আর আমার কিছুই যেন নেই করার, আপনাই আজ কি যেন বলে যাই আবোল তাবোল। হৃদয় থেকে সবকিছু চলে গেলে আমি হই নিঃসঙ্গ ইতিম ; দেহে প্রাণ আছে, তবু যেন মনে হয়, আমি জড়ের প্রতিম। ২৬.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.