আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আইনশৃঙ্খলার অবনতির কথা স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।

অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। গতকাল দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ফজলুল হক ফজলুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করেন। অবশ্য তিনি অভিযোগের আঙুল তোলেন রাজনৈতিক প্রতিপক্ষের দিকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিশেষ চক্র বিশেষ উদ্দেশ্যে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। যারা এতদিন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ লালন করেছে তারাই এজন্য দায়ী। পুলিশ ও জনগণকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। প্রসঙ্গত রাজধানীতে হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করে আসছিলেন।

তবে আওয়ামী লীগের এ নেতা নিহত হওয়ার পর এই প্রথম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করলেন তিনি। Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।